পুজোর মুখে আশা কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
এ বছর থেকে একই হারে সাড়ে চার হাজার টাকা করে পাবেন কলকাতা এবং জেলার আশা কর্মীরাও।
#কলকাতা: পুজোর মুখে জেলার আশা কর্মীদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বছর পর্যন্ত কলকাতার আশা কর্মীরা সাড়ে চার হাজার টাকা পেতেন। জেলার আশা কর্মীরা ২০০০ টাকা পেতেন। এ বছর থেকে একই হারে সাড়ে চার হাজার টাকা করে পাবেন কলকাতা এবং জেলার আশা কর্মীরাও।
উৎসবের মরশুমে বিশেষ ভাতা (Ex Gratia) নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে দুর্গাপুজোর উদ্বোধন শুরু করে দিয়েছেন তিনি। আর সেখান থেকেই বড় ঘোষণা করেছেন প্রশাসনিক প্রধান। আশা কর্মীদের জন্য সাড়ে চার হাজার টাকার বোনাস ঘোষণা করলেন তিনি। যদিও উৎসবের মরশুমে এই সমস্ত কর্মীদের এই বিশেষ ভাতা দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে কিছু বৈষম্য ছিল।
advertisement
advertisement
আরও পড়ুন: পুজোয় কোন রাস্তা বন্ধ, মণ্ডপে যাবেন কোন পথে? গাইড ম্যাপ প্রকাশ কলকাতা পুলিশের
শহরে যে সমস্ত আশাকর্মী কাজ করেন তাঁরা সাড়ে চার হাজার টাকা বোনাস পান। তবে গ্রামে যাঁরা কাজ করেন, তাঁরা দুই বা আড়াই হাজার টাকা মাত্র বিশেষ ভাতা পেয়ে থাকেন। আর এই বিষয়ে জানার পরেই হস্তক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, এবার থেকে সবাই সাড়ে চার হাজার টাকা বোনাস পাবেন। উৎসবের মরসুমে এই ঘোষণাতে খুশি রাজ্যের আশা কর্মীরা। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর ঘোষণাতে উপকৃত হবেন কয়েক হাজার আশা কর্মী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 28, 2022 5:46 PM IST

