ছয় মাসের অন্তঃসত্ত্বা CISF পুলিশকর্মী দিল্লি থেকে স্বামীর বাড়িতে চলে আসেন। প্রথমে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে মেনে নেননি। ফলে ঘরের বাইরেই বসে থাকতে হয় দীর্ঘক্ষণ। এতেই অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা।
জানা গিয়েছে, ৫ বছর আগে কর্মসূত্রে দিল্লিতে পরিচয় হয়েছিল দু'জনের। দু'জনেই সিআইএসএফ কর্মী। ৫ বছর আগেই হয়েছিল রেজিস্ট্রি ম্যারেজ। ওই মহিলা মধ্যপ্রদেশের জব্বলপুরের বাসিন্দা। তাঁদের এক সন্তানও আছে।
advertisement
আরও পড়ুন: তেল তেল করছেন সকলে! হলদিয়ার রাস্তায় বিরাট হুড়োহুড়ি, কারণ? একটি দুর্ঘটনা
তবে দীর্ঘ পাঁচ বছর কেটে গেলেও শ্বশুরবাড়িতে আসতে পারছিলেন না তিনি। শ্বশুরবাড়ির লোকজন তাঁকে মানতে চাননি। স্বামী কাজে ছুটি নিয়ে বাড়ি এলে পরক্ষণেই তাঁর স্ত্রীও চলে আসেন স্বামীর বাড়ি ডেবরার গোলগ্রামে। তবে বৃহস্পতিবার রাতে শ্বশুরবাড়ির কেউ তাঁকে বাড়িতে ঢুকতে দেননি বলেই অভিযোগ। বাইরে বসে থাকতে হয়।
আরও পড়ুন: ৩ দিনে ২ কোটি টাকার রেকর্ড মদ বিক্রি! দোলের ছুটিতে জমজমাট ব্যবসা
পরে অন্তঃসত্ত্বা যুবতী অসুস্থ হয়ে পড়লে গ্রামবাসী ও শ্বশুরবাড়ির লোকজন তাঁর শুশ্রুষা করে। পরে ডেবরা থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। মহিলার স্বামী জানিয়েছেন, আপাতত বাড়িতে সকলেই তাঁর স্ত্রীকে মেনে নিয়েছেন। আপাতত সব মিটেছে। তবে গ্রামে এমন বিশৃঙ্খলার ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা।
রঞ্জন চন্দ