Record Liquor Sale: ৩ দিনে ২ কোটি টাকার রেকর্ড মদ বিক্রি! দোলের ছুটিতে জমজমাট ব্যবসা

Last Updated:

Record Liquor Sale: দোলের তিনদিনে রেকর্ড মদ বিক্রি। জেলাজুড়ে বিক্রি দু'কোটি টাকারও বেশি মদ।

ঝাড়গ্রাম: কিশোর কুমার গেয়েছিলেন, বিপিনবাবুর কারণ সুধা। মেটায় জ্বালা, মেটায় ক্ষুধা। তবে ক্ষুধা নাকি জ্বালা মেটানোর কারণে মজেছেন মানুষ, তা অজানা। তবে অনেকেই অভ্যাসের কারণেও মজেন তা সব সময় বাঞ্ছনীয় নয়। যদি উৎসব অনুষ্ঠানের মরসুম চলে তাহলে তো কথাই নেই।
দোল উৎসব উপলক্ষে রেকর্ড পরিমাণ মদ বিক্রি হল জঙ্গলমহল ঝাড়গ্রামে। দোল উৎসবের আনন্দে সোম, মঙ্গল ও বুধবার তিন দিনে জঙ্গলমহলের এই জেলায় দু'কোটিরও বেশি টাকার মদ বিক্রি হয়েছে বলে আবগারি দফতর সূত্রে খবর। জেলা আবগারি দফতর জানিয়েছে, সোমবার প্রায় ৮৯ লক্ষ টাকা এবং দোলের দিন মঙ্গলবার প্রায় ৫১ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে। দু'দিনে ১৮ হাজার লিটার বিয়ার বিক্রি হয়েছে এই জেলায়। যার মূল্য প্রায় ৩৬ লক্ষ টাকা।
advertisement
আরও পড়ুন: অন্তঃসত্ত্বাকে ধর্ষণের মারাত্মক অভিযোগ, কুলতলিতে গ্রেফতার পূর্বপরিচিত যুবক
দেশি মদ বিক্রি হয়েছে প্রায় ৩৭০০ লিটার। পাশাপাশি, বিদেশি মদ  হুইস্কি, রাম-সহ অন্যান্য মদের বিক্রির পরিমাণ ১১ হাজার লিটার। আর বাকি টাকার মদ বিক্রি হয়েছে হোলির দিন অর্থাৎ বুধবার। প্রসঙ্গত, এর আগে করোনার সময় এবং দুর্গাপুজোর চারদিনে প্রায় তিন কোটি টাকার মতো বিক্রি হয়েছিল এই জেলায়। আবগারি দফতর সূত্রে খবর, পর্যটন কেন্দ্রগুলোতে তুলনামূলক ভাবে মদের বিক্রি বেশি হয়। দোলে অনেক বেশি পর্যটক এসেছিলেন ঝাড়গ্রামে।
advertisement
advertisement
আরও পড়ুন: প্রতিবেশী রংমিস্ত্রি 'কাকু'র লালসার শিকার নাবালিকা, কেন মা-কে জানায়নি? কারণ শুনলে চমকে যাবেন
সুরাপ্রেমীদের আড্ডা জমে উঠেছিল। তাই বিক্রিও হয়েছে বেশি। প্রশাসন সূত্রে খবর, ঝাড়গ্রাম জেলায় মোট ৩৬টি লাইসেন্স প্রাপ্ত মদের দোকান আছে। যাদের মধ্যে বিয়ার বিক্রির লাইসেন্স আছে ৩৪টি দোকানের। সেই ৩৪টি দোকানের মধ্যে ২৬টি অফ শপ এবং আটটি অন শপ। মঙ্গলবার অফ এবং অন সব দোকানেই হাফ ডে ছুটি ছিল। অর্থাৎ দুপুর বারোটা পর্যন্ত খোলা ছিল দোকান। সুরাপ্রেমীরা কোনও রূপ ঝুঁকি না নিয়েই সোমবার এবং তার আগে মদ কিনে রেখেছিলেন।
advertisement
বুধবারও দেদার বিকিয়েছে মদ। তিন দিনে মোট দু'কোটি বাইশ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে। এমনটাই জানিয়েছে আবগারি দফতর। ঝাড়গ্রাম আবগারি দফতর জানাচ্ছে, বেআইনি মদ বিক্রি আটকাতে লাগাতার অভিযানের ফলে জেলায় বড়সড় চোলাই ভাটি নেই। চোলাই বিক্রির পরিমাণ কমার জন্য সরকারি অনুমোদনপ্রাপ্ত মদের দোকানে বিক্রি বেড়েছে। গরম পড়ায় অনেকটা বিয়ার বিক্রিও বেড়েছে।
advertisement
রঞ্জন চন্দ
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Record Liquor Sale: ৩ দিনে ২ কোটি টাকার রেকর্ড মদ বিক্রি! দোলের ছুটিতে জমজমাট ব্যবসা
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement