Crime News: অন্তঃসত্ত্বাকে ধর্ষণের মারাত্মক অভিযোগ, কুলতলিতে গ্রেফতার পূর্বপরিচিত যুবক
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Crime New: দেড় বছরের সন্তানের সামনেই অন্তঃসত্ত্বা গৃহবধূকে তাঁর বাড়িতে ঢুকে ধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে কুলতলি থানা এলাকায়।
কুলতলি: দেড় বছরের সন্তানের সামনে অন্তঃসত্ত্বা গৃহবধূকে তাঁর বাড়িতে ঢুকে ধর্ষণের মারাত্মক অভিযোগ। ঘটনাটি ঘটেছে কুলতুলি থানা এলাকায়।অভিযোগ, রাত ১১টা নাগাদ বাড়িতে ঢুকে ধর্ষণ করে অভিযুক্ত যুবক। গৃহবধূ চিৎকার করলে প্রতিবেশীরা বেরিয়ে আসেন। সে সময় পালাতে গিয়ে প্রতিবেশীদের হাতে ধরা পড়ে যায় অভিযুক্ত যুবক নাজির পুরকাইত। তাকে তুলে দেওয়া হয় কুলতুলি থানার পুলিশের হাতে।
পরিবার সূত্রে খবর, নির্যাতিতার স্বামী বাড়িতে ছিলেন না। বাড়িতে দেড় বছরের সন্তানকে নিয়ে একাই ছিলেন গৃহবধূ। নির্যাতিতার স্বামী রং মিস্ত্রির কাজ করেন। কাজের কারণে তাঁকে প্রায়ই বাড়ির বাইরে থাকতে হয়। ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। নির্যাতিতার বক্তব্য, অভিযুক্ত তাঁর পূর্ব পরিচিত। মাঝে-মধ্যে তাঁরা ফোনে কথাও বলতেন। বাড়িতে স্বামী না থাকায় তাঁর এক থাকার সুযোগে জোর করে বাড়িতে ঢুকে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।
advertisement

advertisement
আরও পড়ুন: নাকা চেকিং ভাঙতেই তাড়া করে লরি থামায় পুলিশ, ভিতরে উঁকি দিতেই চোখ কপালে, হরিণঘাটায় চাঞ্চল্যকর কাণ্ড!
এই ঘটনায় নির্যাতিতা নিজেই কুলতুলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত নাজির পুরকাইতকে। আজ তাকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে।
advertisement
অর্পন মন্ডল
Location :
Kolkata,West Bengal
First Published :
March 09, 2023 10:11 AM IST