Crime News: প্রতিবেশী রংমিস্ত্রি 'কাকু'র লালসার শিকার নাবালিকা, কেন মা-কে জানায়নি? কারণ শুনলে চমকে যাবেন

Last Updated:

Crime News: আন্তর্জাতিক নারী দিবসের পরের দিনেই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ! ঘটনায় গ্রেফতার অভিযুক্ত। 

সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
বাগডোগরা: আন্তর্জাতিক নারী দিবস কাটতে না কাটতেই ফের ধর্ষণের লজ্জাজনক ঘটনা। এবার শিকার হল এক নাবালিকা স্কুলছাত্রী। নকশালবাড়ি ব্লকের লোয়ার বাগডোগরার বুড়ি বালাসনের এক সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক রঙমিস্ত্রিকে।
বৃহস্পতিবার রাতে ছাত্রীর পরিবারের সদস্যরা বাগডোগরা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। রাতেই অভিযুক্ত রঙমিস্ত্রিকে গ্রেফতার করা হয়।জানা গিয়েছে, দীর্ঘ ৬ মাস ধরে প্রাণনাশের ভয় দেখিয়ে ১২ বছরের এই নাবালিকা ছাত্রীকে ধর্ষণ করেছিল অভিযুক্ত। নাবালিকা অসুস্থ থাকায় পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারে। অভিযুক্ত ওই রঙমিস্ত্রি নাবালিকার বাড়ির পাশেই ভাড়া থাকত।
আরও পড়ুন: অন্তঃসত্ত্বাকে ধর্ষণের মারাত্মক অভিযোগ, কুলতলিতে গ্রেফতার পূর্বপরিচিত যুবক
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বাসিন্দা। ধৃতকে শুক্রবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে। এদিন ছাত্রীর পরিবারের সদস্যদের পাশে দাঁড়ান স্থানীয়রা। নাবালিকা ছাত্রীর মা জানান, মেয়ের বাবা মারা যাওয়ার পর কোনও রকমেই সংসার চালাতে হয়। মেয়ে গত কয়েকদিন আগে অসুস্থ হলে চিকিৎসকের কাছ থেকে ওষুধ আনার পর কোনও কথা বলতে চাইত না। সন্ধ্যায় মেয়েকে জিজ্ঞেস করলে এই ঘটনা বলে।
advertisement
advertisement
আরও পড়ুন: পা ভেঙে-শ্বাসরোধ করে প্রাণে মারার হুমকি দিয়ে বাড়িছাড়া করেছিল ছেলে, আলাদতের নির্দেশে সেই বাড়ি এবার মায়ের!
নিগৃহীতা তার মাকে জানিয়েছে, ওই অভিযুক্ত তাকে ও তার পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকি দিয়েছে। গোটা ঘটনায় অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানান নাবালিকার মা। বাগডোগরা থানার ওসি নির্মল রায় জানান, অভিযোগ পেয়েই ধৃতকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে শুক্রবার শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।
advertisement
বিশ্বজিৎ মিশ্র
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Crime News: প্রতিবেশী রংমিস্ত্রি 'কাকু'র লালসার শিকার নাবালিকা, কেন মা-কে জানায়নি? কারণ শুনলে চমকে যাবেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement