মোবাইল হারিয়ে গেলে কীভাবে ‘খোঁজ’ অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে আবেদন করতে পারবে আবেদনকারীরা? প্রথমত গুগল থেকে খোঁজ এর www.wmdppolicekhoj.co.in ওয়েবসাইটে গিয়ে Report Lost Mobile অপশনে যেতে হবে। সেখানে প্রথমে নিজের নাম, অভিভাবকের নাম, ঠিকানা এবং নিজের সচিত্র পরিচয় পত্র আপলোড করতে হবে। এরপর মোবাইলের বিবরণ দিতে হবে৷ যেমন- কোন কোম্পানির মোবাইল, মোবাইলের রং কী-সহ হারিয়ে যাওয়া মোবাইলের একাধিক তথ্য দিতে হবে। এর পরবর্তীতে কোন জায়গা থেকে মোবাইলটি হারিয়েছে তার বিবরণ দিতে হবে। পাশাপাশি দিতে হবে মোবাইলটি চুরি গিয়েছে নাকি হারিয়ে গিয়েছে তারও বিবরণ। এরপর সাবমিট অপশনে ক্লিক করলে পুলিশের নির্দিষ্ট দফতরে একটি অভিযোগ জমা পড়বে।
advertisement
আরও পড়ুন-সজোরে ধাক্কা! ছিটকে পড়েই ঘটনাস্থলে মৃত্যু গৃহবধূর, গুরুতর জখম হয়ে হাসপাতালে ২
আরও পড়ুন-মর্মান্তিক! শিবের মাথায় জল ঢালতে গিয়ে সব শেষ, নদীতে তলিয়ে গেলেন কলেজ পড়ুয়া!
জেলা পুলিশের এক আধিকারিক বলেন, কলকাতা কিংবা মেট্রোপলিটন সিটি এলাকায় মোবাইল চুরি হলে বা হারিয়ে গেলে বিশেষ দপ্তর থেকে সেই চুরি যাওয়া জিনিসের খোঁজ শুরু করা হয়। তবে শহর কিংবা শহরতলি অথবা গ্রাম এলাকায় মোবাইল চুরি গেলে বা হারিয়ে গেলে তার খোঁজার কোনও ব্যবস্থা ছিল না। অবশেষে সেই মুশকিল আসান করেছে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। মোবাইলের রং, মডেল এবং আই ই এম আই নম্বরের ভিত্তিতে মোবাইলের লোকেশন ট্র্যাক করে খুঁজে বের করা হয় হারিয়ে যাওয়া কিংবা চুরি হওয়া মোবাইলগুলি। প্রসঙ্গত, সম্প্রতি বেশ কিছু হারিয়ে যাওয়া মোবাইল ফোনের অভিযোগ জমা পড়েছিল পশ্চিম মেদিনীপুরের বেলদা থানায়। অবশেষে সেই মোবাইল পুনরুদ্ধার করে ফিরিয়ে দেওয়া হল ফোনের মালিকদের হাতে। নিজেদের হারিয়ে যাওয়া মোবাইল ফিরে পেয়ে খুশি ফোন মালিকরা। জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন তারা।
Ranjan Chanda






