North 24 Parganas News: সজোরে ধাক্কা! ছিটকে পড়েই ঘটনাস্থলে মৃত্যু গৃহবধূর, গুরুতর জখম হয়ে হাসপাতালে ২
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
Last Updated:
North 24 Parganas News: টাকি রোডের রোমিওদের দাপটে মৃত ১, জখম ২, ক্ষতিগ্রস্ত ১টি মোটরবাইক আটক। উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার বসিরহাট থানার দন্ডিহাট টাকি রোডের ঘটনা।
বসিরহাট: টাকি রোডে মোটর বাইকের ধাক্কায় মৃত গৃহবধু, গুরুতর জখম দুইজন হাসপাতালে ভর্তি। টাকি রোডের রোমিওদের দাপটে মৃত ১, জখম ২, ক্ষতিগ্রস্ত ১টি মোটরবাইক আটক। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার দন্ডিহাট টাকি রোডে ঘটনাটি ঘটেছে।
বছর ৪২ এর জয়ন্তী সরকার বসিরহাটের দন্ডিরহাটে মেয়ের বাড়ি থেকে বাড়ি ফিরছিলেন। রাতে সেই সময় ২ জন জন যুবক মোটরবাইকে সওয়ার হয়। তারা রাস্তার উপর দিয়ে দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিল। পিছন দিক থেকে এসে সজোরে একটি মোটর বাইক ওই গৃহবধূকে ধাক্কা মারে, বাইক সমেত মোটরবাইক রাস্তার উপরে পড়ে যায়। ঘটনাস্থলেই ওই গৃহবধূর মৃত্যু হয়।
advertisement
advertisement
মোটর বাইক ছিটকে পড়ে রাস্তায় উপর পড়ে যায় দু’জন যুবক। গুরুতর জখম হয় বাইক আরোহী দু’জন, স্থানীয় বাসিন্দারা ছুটে এসে দুই যুবককে উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে ভর্তি করে। তাদের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার তদন্ত শুরু করেছে বসিরহাট থানার পুলিশ।
advertisement
জুলফিকার মোল্যা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
July 24, 2023 12:18 PM IST
বাংলা খবর/ খবর/উত্তর ২৪ পরগণা/
North 24 Parganas News: সজোরে ধাক্কা! ছিটকে পড়েই ঘটনাস্থলে মৃত্যু গৃহবধূর, গুরুতর জখম হয়ে হাসপাতালে ২