হাতি চলাচলের রাস্তা অর্থাৎ এলিফ্যান্ট করিডোর এলাকায় বাড়তি নজরদারি ছিল বন দফতরের। বন দফতর সূত্রে খবর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার চাঁদাবিলা, কলাইকুন্ডা, নয়াগ্রাম এবং কেশররেখা রেঞ্জের একাধিক এলাকায় মোতায়েন করা হয় বনকর্মীদের। মাধ্যমিক পরীক্ষার্থীদের যাতায়াতে কোনও অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তার জন্য এই ব্যবস্থা বলে বনদফতর সূত্রে খবর।
advertisement
খড়গপুর ডিভিশনের উদ্যোগে হাতি চলাচলের রাস্তায় বনদফতরের পেট্রোলিং ভ্যান-এর পাশাপাশি সাধারণ মানুষ ও মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার জন্য বিশেষ মাইকিং-এর ব্যবস্থাও করেছিল দফতর। পাশাপাশি মাধ্যমিক পরীক্ষার্থীদের এলিফ্যান্ট করিডোর এলাকা থেকে স্বচ্ছন্দে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার জন্য বনদফতরের তরফে বিশেষ ব্যবস্থা নেওয়া হয় এদিন।
আরও পড়ুন : নেই চাকরির সুযোগ, উচ্চশিক্ষিত হয়েও রাস্তার পাশে জুতো সেলাই করেই চলে যুবকের সংসার
প্রসঙ্গত পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বিস্তীর্ণ এলাকায় বসবাস করে হাতি। অন্যদিকে উত্তরবঙ্গে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় হাতির হানায় মৃত্যু হয় এক মাধ্যমিক পরীক্ষার্থীর। এর পর অপ্রীতিকর ঘটনা এড়াতেই বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছিল বনদফতরের তরফে।
আরও পড়ুন : ১৭ মাসে ২৫৫০০ কিমি পথ সাইকেলে পাড়ি দিয়ে ভারতভ্রমণের পর ঘরে ফিরলেন হাওড়ার যুবক
খড়গপুর ডিভিশনের বন আধিকারিক শিবানন্দ রাম বলেন, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। ঘন জঙ্গলের মধ্যে সাইকেলে করে যাওয়া মাধ্যমিক পরীক্ষার্থীদের বন বিভাগের বিশেষ গাড়িতে করে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ারও ব্যবস্থা করা হয়েছিল। শুধু পরীক্ষা শুরুর সময় নয়, পরীক্ষা শেষেও ছিল একই ব্যবস্থা। এই বিশেষ ব্যবস্থায় খুশি পরীক্ষার্থী-সহ জঙ্গলমহলের মানুষ।