এ বিষয়ে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী অজয় মাল বলেন, ‘‘এদিন দুপুরে আকাশপথে যুদ্ধবিমানকে কয়েকবার ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। তারপরে হঠাৎই দাবানলের মতো একটা খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায়৷ সিওরবনির জঙ্গলে নাকি প্লেন থেকে কিছু পড়েছে৷ স্বাভাবিক ভাবেই এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে৷ অনেকে কৌতুহল বশে জিনিসটা দেখতে জঙ্গলের দিকেও দৌড়য়৷’’
আরও পড়ুন: রেলযাত্রীদের ফের ভোগান্তির আশঙ্কা! এবার একটানা ২০ দিন দুর্ভোগ, কোন কোন ট্রেন বাতিল? দেখুন
advertisement
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন পুলিশ প্রশাসনের আধিকারিকরা। প্রাথমিকভাবে পুলিশের তরফে জানানো হয়েছে, ওই ধাতব বস্তু আসলে যুদ্ধবিমানের একটি অংশ। খবর দেওয়া হয়েছে কলাইকুন্ডা এয়ারফোর্স স্টেশন বা সেনা বিমান ঘাঁটিতেও।
খবর পৌঁছয় জেলা পুলিশ সুপারের কাছেও। তিনি বিকেল সাড়ে ৪টে নাগাদ জানান, ওই ধাতব বস্তুটি মিগ-২৯ (Mig- 29) যুদ্ধবিমানের অতিরিক্ত ফুয়েল ট্যাঙ্ক হতে পারে। ছবি দেখে প্রাথমিকভাবে কলাইকুন্ডা এয়ারফোর্স স্টেশনের তরফে এমনটাই জানানো হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। কোনও কারণে তা ভেঙে বা খুলে পড়ে যায় মাটিতে। তবে, তা লোকালয়ের মাঝে পড়লে যে বড়সড় বিপদ হতে পারত বলে মনে করছেন সকলেই৷ ইতিমধ্যে, কলাইকুন্ডার আধিকারিকরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছেন বলে জানা গিয়েছে।
Sovon Das