Indian Railways: রেলযাত্রীদের ফের ভোগান্তির আশঙ্কা! এবার একটানা ২০ দিন দুর্ভোগ, কোন কোন ট্রেন বাতিল? দেখুন

Last Updated:
ফের ট্রেন পরিষেবায় বিঘ্ন। রেল সূত্রে জানা গিয়েছে, ৬ লাইন বিশিষ্ট ৬ নম্বর জাতীয় সড়কের (NH-6) ওভারব্রিজের কাজের জন্য ডানকুনি-খড়্গপুর শাখায় আগামী ২৪ মে থেকে ১২ জুন পর্যন্ত প্রতিদিন ২৪০ মিনিট রেলের ওভারহেড তারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে এই কথা।
1/10
 ফের ট্রেন পরিষেবায় বিঘ্ন। রেল সূত্রে জানা গিয়েছে, ৬ লাইন বিশিষ্ট ৬ নম্বর জাতীয় সড়কের (NH-6) ওভারব্রিজের কাজের জন্য ডানকুনি-খড়্গপুর শাখায় আগামী ২৪ মে থেকে ১২ জুন পর্যন্ত প্রতিদিন ২৪০ মিনিট রেলের ওভারহেড তারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে এই কথা।
ফের ট্রেন পরিষেবায় বিঘ্ন। রেল সূত্রে জানা গিয়েছে, ৬ লাইন বিশিষ্ট ৬ নম্বর জাতীয় সড়কের (NH-6) ওভারব্রিজের কাজের জন্য ডানকুনি-খড়্গপুর শাখায় আগামী ২৪ মে থেকে ১২ জুন পর্যন্ত প্রতিদিন ২৪০ মিনিট রেলের ওভারহেড তারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার রেলের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে এই কথা।
advertisement
2/10
আর সেই কারণেই প্রভাব পড়তে চলেছে শিয়ালদহ-ডানকুনি এবং শিয়ালদহ-বারুইপাড়া লাইনের ট্রেন চলাচলে৷ সূত্রের খবর, এর জেরে ২০ দিন ট্রেন চলাচলে বিঘ্ন ঘটবে।
আর সেই কারণেই প্রভাব পড়তে চলেছে শিয়ালদহ-ডানকুনি এবং শিয়ালদহ-বারুইপাড়া লাইনের ট্রেন চলাচলে৷ সূত্রের খবর, এর জেরে ২০ দিন ট্রেন চলাচলে বিঘ্ন ঘটবে।
advertisement
3/10
বাতিলের তালিকায় থাকছে মূলত কয়েকটি EMU ট্রেন। তবে এর জেরে কিছু মেল ও এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথও নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে রেল সূত্রের খবর।
বাতিলের তালিকায় থাকছে মূলত কয়েকটি EMU ট্রেন। তবে এর জেরে কিছু মেল ও এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথও নিয়ন্ত্রণ করা হচ্ছে বলে রেল সূত্রের খবর।
advertisement
4/10
মূলত, কর্ড লাইন শিয়ালদহ-ডানকুনি ও শিয়ালদহ বারুইপাড়া লাইনে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হচ্ছে।
মূলত, কর্ড লাইন শিয়ালদহ-ডানকুনি ও শিয়ালদহ বারুইপাড়া লাইনে বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হচ্ছে।
advertisement
5/10
২৪ মে থেকে ১২ জুন পর্যন্ত বাতিল থাকবে এই সমস্ত EMU লোকাল৷  ডানকুনি থেকে ৩২২৪৮, ৩২২৫০। শিয়ালদহ থেকে ৩২২৪৫, ৩২২৪৭ এবং ৩২৪১৩ ট্রেন তিনটি বাতিল থাকবে। বারুইপাড়া থেকে ৩২৪১৪ EMU ট্রেন বাতিল থাকবে।
২৪ মে থেকে ১২ জুন পর্যন্ত বাতিল থাকবে এই সমস্ত EMU লোকাল৷ ডানকুনি থেকে ৩২২৪৮, ৩২২৫০। শিয়ালদহ থেকে ৩২২৪৫, ৩২২৪৭ এবং ৩২৪১৩ ট্রেন তিনটি বাতিল থাকবে। বারুইপাড়া থেকে ৩২৪১৪ EMU ট্রেন বাতিল থাকবে।
advertisement
6/10
১২২৫৪ অঙ্গ এক্সপ্রেস ২৪ মে থেকে ৭ জুন পর্যন্ত ৯০ মিনিট দেরিতে চলতে পারে।
১২২৫৪ অঙ্গ এক্সপ্রেস ২৪ মে থেকে ৭ জুন পর্যন্ত ৯০ মিনিট দেরিতে চলতে পারে।
advertisement
7/10
১৫২২৮ মুজফরপুর-এসএমভিডি বেঙ্গালুরু এক্সপ্রেস ৫ জুন ৯০ মিনিটে দেরিতে চলতে পারে।
১৫২২৮ মুজফরপুর-এসএমভিডি বেঙ্গালুরু এক্সপ্রেস ৫ জুন ৯০ মিনিটে দেরিতে চলতে পারে।
advertisement
8/10
২২২০২ পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস চারদিন- ৩১ মে, ২ জুন, ৯ জুন এবং ১১ জুন ৫০ মিনিট দেরিতে চলতে পারে।
২২২০২ পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস চারদিন- ৩১ মে, ২ জুন, ৯ জুন এবং ১১ জুন ৫০ মিনিট দেরিতে চলতে পারে।
advertisement
9/10
২২২০২ পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস চারদিন- ৩১ মে, ২ জুন, ৯ জুন এবং ১১ জুন ৫০ মিনিট দেরিতে চলতে পারে।
২২২০২ পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস চারদিন- ৩১ মে, ২ জুন, ৯ জুন এবং ১১ জুন ৫০ মিনিট দেরিতে চলতে পারে।
advertisement
10/10
ওভারব্রিজ তৈরির কাজের জন্য ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীদের যে কিছুটা সমস্যায় পড়তে হবে বলে যাত্রীদের কাছে আগাম দুঃখপ্রকাশ করেছে রেল ।
ওভারব্রিজ তৈরির কাজের জন্য ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীদের যে কিছুটা সমস্যায় পড়তে হবে বলে যাত্রীদের কাছে আগাম দুঃখপ্রকাশ করেছে রেল ।
advertisement
advertisement
advertisement