এতদিন জেলাশাসকের দফতরের কর্মীদের অভাব অভিযোগ বা সমস্যার কথা চিঠির মাধ্যমে জানাতে হত। সাহস করে জেলাশাসকের সঙ্গে দেখা করে কথা বলবেন সেটা প্রায় হতই না। ফলে গোটা বিষয়টা অনেকটাই জেলাশাসকের দফতরের কর্মীদের উপর নির্ভরশীল হয়ে পড়ত। কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে এবার দরবার বসানোর সিদ্ধান্ত নিলেন খোদ পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক। প্রতি মাসে দু'বার দরবার বসবে। সেখানে জেলাশাসকের সঙ্গে উপস্থিত থাকবেন জেলার অন্যান্য দফতরের শীর্ষস্থানীয় আধিকারিকরা।
advertisement
আরও পড়ুন: এ যেন ভয়ঙ্কর সুন্দর! মেক্সিকোর কচ্ছপের সন্ধান বাংলায়
এতদিন মহকুমাশাসক, বিডিও বা অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের মাধ্যমে জেলাশাসকের কাছে অভিযোগ জানাতে হত। এদিকে গ্রিভান্স সেলে প্রচুর অভিযোগ জমা হয়ে পড়ে আছে, কিন্তু সেগুলোর সমাধান হচ্ছে না। তাই এবার সরাসরি আমজনতার অভাব অভিযোগ শোনার সিদ্ধান্ত নিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক।
রঞ্জন চন্দ