অবশেষে এমন গুরুত্বপূর্ণ রাস্তার হাল ফেরাতে রাস্তায় স্বাগত জানিয়ে পোস্টার সাটানো হল গ্রামের সর্বত্রই। গ্রামবাসীদের দাবি, দ্রুত এই রাস্তার হাল ফেরাতে হবে সংশ্লিষ্ট দফতরকে। না হলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে গ্রামবাসীরা। প্রসঙ্গত, দীর্ঘ কয়েক মাস যাবত এই রাস্তার অবস্থা বেহাল, এই রাস্তা দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াত।
আরও পড়ুনঃ কংসাবতী নদী পারাপারের ভরসা শুধু একটি নৌকা! কেন এমন অবস্থা?
advertisement
রাস্তায় তৈরি হয়েছে খানাখন্দ। অল্প বৃষ্টিতেই কাদায় ভরে যায় রাস্তা, ফলে যাতায়াতের ক্ষেত্রে পড়তে হয় ব্যাপক সমস্যায়, ছাত্রছাত্রীদের পোশাক কাদায় নষ্ট হচ্ছে। বড় গাড়ি মাঝে মধ্যেই আটকে পড়ছে কাদায়। বারবার স্থানীয় পঞ্চায়েত, বিডিওকে জানিয়েও লাভ কিছুই হয়নি। শুধুই মিলেছে প্রতিশ্রুতি।
আরও পড়ুনঃ চন্দ্রকোনায় তারস্বরে মাইক বাজানোয় আটক দুই
তাই বাধ্য হয়েই গ্রামে পোষ্টার মেরেছে গ্রামের মানুষ।যদিও এই রাস্তা খারাপের কথা স্বীকার করে নিয়েছেন বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত সদস্যও সুকদেব দোলই, তিনি বলেন এই রাস্তার জন্য ইতিমধ্যেই টাকা বরাদ্দ হয়ে গেছে। বর্ষার কারণে কাজ শুরু হচ্ছে না, দ্রুত কাজ শুরু হবে।
Partha Mukherjee