TRENDING:

Vande Bharat: গর্বের বন্দে ভারতের এ কী হাল! খেলনার মত তুবড়ে গিয়েছে সামনের অংশ, ধাক্কা সামলাতে ট্রেন বাতিল

Last Updated:

পুরী-হাওড়া রুটে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরুর দ্বিতীয় দিনেই, অর্থাৎ রবিবার এই বিপর্যয় ঘটে। ওড়িশার বৈতরণী ও মঞ্জুরি রোড স্টেশনের মধ্যবর্তী অংশে গাছের বড় ডাল ভেঙে পড়ে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হাওড়া ও খড়গপুর: দেশের প্রথম সেমি হাই স্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস পুরি থেকে একেবারে বিধ্বস্ত অবস্থায় হাওড়ায় এসে পৌঁছল। প্রাকৃতিক বিপর্যয়ের জেরে প্যান্টোগ্রাফ ভাঙা, সামনের বনেট খোলা অবস্থায় মধ্যরাতে হাওড়ায় এসে পৌঁছয় ‘গর্বের’ এই ট্রেন। চালকের সামনের কেবিনের কাঁচ ভাঙা ছিল, যাত্রীদের একাধিক জানালার কাঁচেও চির ধরে। এই অবস্থায় একটি ডিজেল ইঞ্জিন ওড়িশার বালেশ্বর থেকে পুরী-হাওড়া ডাউন বন্দে ভারতকে হাওড়ায় নিয়ে আসে। যাত্রীদের চোখে-মুখে আতঙ্কের ছাপ ছিল স্পষ্ট।
advertisement

আরও পড়ুন: অভিষেককে জিজ্ঞাসাবাদ নিয়ে প্রশ্ন, পার্থর উত্তরে চমকে গেলেন সকলে! দেখালেন নিজেকে

পুরী-হাওড়া রুটে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরুর দ্বিতীয় দিনেই, অর্থাৎ রবিবার এই বিপর্যয় ঘটে। ওড়িশার বৈতরণী ও মঞ্জুরি রোড স্টেশনের মধ্যবর্তী অংশে গাছের বড় ডাল ভেঙে পড়ে বন্দে ভারতের প্যান্টোগ্রাফের উপর। তাতে প্যান্টোগ্রাফ ভেঙে যায় এবং সামনের কেবিনের একাংশ খুলে পড়ে। এছাড়াও সেই সময় ওভারহেড তারে বাজ পড়ায় যাত্রীদের জানালার বেশ কিছু জায়গায় চির ধরে। এই অবস্থায় প্রায় ঘন্টা চারেক মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ে দেশের প্রথম সেমি হাইস্পিড এক্সপ্রেস ট্রেনটি। দীর্ঘক্ষণ আলো পাখা চলেনি, ছিল না খাবার ও পানীয় জল। এক সময় অব্যবস্থার কারণে ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। এদিকে রেলের প্রযুক্তিবিদরা গিয়ে দ্রুত ট্রেন সারাইয়ের চেষ্টা করলেও বিশেষ ফল হয়নি।

advertisement

View More

শেষ পর্যন্ত একটি ডিজেল ইঞ্জিন গিয়ে ডাউন বন্দে ভারত এক্সপ্রেসকে হাওড়া স্টেশনে টেনে নিয়ে আসে। ওই ডিজেল ইঞ্জিনের সাহায্যে রবিবার রাত সাড়ে বারোটা নাগাদ হাওড়া স্টেশনে ঢোকে ট্রেনটি। স্টেশনে নেমে আতঙ্কিত যাত্রীরা ক্ষোভে ফেটে পড়ে জানান, দেরি হওয়ার কারণে রেলের পক্ষ থেকে তাঁদের খিচুড়ি ও পানীয় জলের ব্যবস্থা করার কথা বলা হলেও কিছুই দেওয়া হয়নি। এদিকে বিধ্বস্ত ট্রেন মেরামতের কারণে সোমবার পুরী-হাওড়া রুটের আপ ও ডাউন বন্দে ভারত এক্সপ্রেস বাতিল বলে ঘোষণা করেছে রেল। যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন রেলের জনসংযোগ আধিকারিক।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Vande Bharat: গর্বের বন্দে ভারতের এ কী হাল! খেলনার মত তুবড়ে গিয়েছে সামনের অংশ, ধাক্কা সামলাতে ট্রেন বাতিল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল