TRENDING:

West Medinipur News : নজিরবিহীন সৌজন্যের রাজনীতি খড়্গপুরে, জেলা সভাপতির নির্দেশে বামেদের পতাকা 'পুনরায়' লাগিয়ে দিল তৃণমূল

Last Updated:

খড়্গপুরেকে বলে 'মিনি ইন্ডিয়া'। যেখানে চিরকাল সৌজন্যতার রাজনীতি দেখিয়েছেন সমস্ত দলের নেতারা। তৃণমূল নেতাদেরকে অভিযোগ জানানোর পর, আজ তাঁরা তাদের পতাকা নামিয়ে, আমাদের পতাকা লাগিয়ে দিয়েছেন। এই সৌজন্যতার রাজনীতি দেখানোর জন্য তাঁদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম মেদিনীপুর- রাজ্য রাজনীতিতে নজিরবিহীন 'সৌজন্যতা'র পরিচয় দিল ঐতিহ্য আর সংস্কৃতির জেলা পশ্চিম মেদিনীপুর (West Medinipur News)। ফের একবার উজ্জ্বল ভূমিকা গ্রহণ করল, 'মিনি ইন্ডিয়া' খড়গপুরও। খড়্গপুরের কারখানায় বাম শ্রমিক ইউনিয়নের 'খুলে দেওয়া' পতাকা 'পুনরায়' লাগিয়ে দিয়ে, অনন্য সৌজন্যের নিদর্শন তুলে ধরল মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেস। প্রসঙ্গত, ১৯৯১ সাল থেকে খড়্গপুরের ভগবতী বিস্কুট ফ্যাক্টরি-তে বাম শ্রমিক সংগঠন এআইটি ইউসি (AITUC)'র পতাকা লাগানো ছিল। ওই শ্রমিক সংগঠনেরই দখলে ছিল এই ফ্যাক্টরির ইউনিয়ন। ২০১১-তে তৃণমূল সরকার আসার পরেও ক্ষমতা ধরে রেখেছিল বামেদের শ্রমিক সংগঠন। এরপরে ওই কারখানার দখল নেয় আইএনটিটিইউসি (INTTUC) শ্রমিক সংগঠন।
পুনরায় লাগানো হচ্ছে বাম শ্রমিক সংগঠনের (AITUC) র পতাকা
পুনরায় লাগানো হচ্ছে বাম শ্রমিক সংগঠনের (AITUC) র পতাকা
advertisement

কিন্তু, গত ডিসেম্বর আইএনটিটিইউসি (INTTUC)'র এক যুবনেতা শৈলেন্দ্র সিং তার দলবল নিয়ে গিয়ে কার্যত ওই কারখানা থেকে এআইটিইউসি'র পতাকা সহ অন্যান্য রাজনৈতিক দলের পতাকা নামিয়ে দেন। নিন্দার ঝড় ওঠে জেলার রাজনৈতিক মহলে! এইবার, তৃণমূলের জেলা সভাপতি সুজয় হাজরা'র নির্দেশে, সেই কারখানাতে আইএনটিটিইউসি'র পতাকা নামিয়ে, সেখানে এআইটিইউসি'র পতাকা লাগিয়ে নজিরবিহীন সৌজন্য দেখাল তৃণমূল কংগ্রেস। উল্লেখ্য যে, এর আগেও, সৌজন্যতার রাজনীতি দেখিয়েছিল তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌরসভা (West Medinipur News)। বন্ধ থাকা লেনিন পার্ক উদ্বোধন করেছিলেন পৌরপ্রশাসক প্রদীপ সরকার।

advertisement

এদিনের ঘটনা নিয়ে, খড়্গপুর শহরের পৌর প্রশাসক ও তৃণমূলের অন্যতম নেতা প্রদীপ সরকার বলেন, "এটা ত্রিপুরা নয়, পশ্চিমবঙ্গ। এখানে সমস্ত দলের রাজনৈতিক নেতারা তাদের পতাকা লাগাতে পারে। কেউ জোর করে এইভাবে পতাকা খুলতে পারে না। যারা দলের নাম নিয়ে এই কাজ করেছেন তারা অন্যায় করেছেন। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দলের তরফ থেকে সমস্ত বিষয়ে জেলা এবং রাজ্য স্তরে নেতাদের জানানো হয়েছে"। এই নিয়ে, তৃণমূলের মেদিনীপুর জেলা সভাপতি সুজয় হাজরা জানিয়েছেন, "এই খবর কানে আসা মাত্র, প্রদীপ সরকার সহ আমাদের খড়্গপুরের নেতৃত্বকে বলি, অবিলম্বে বামেদের পতাকা যেখানে ছিল তা লাগিয়ে দেওয়া হোক। এই বাংলা, বিশ্ব বাংলা! সারা বিশ্ব তাকিয়ে আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নতুন বাংলার দিকে। আর, আমরাও তাঁর সৈনিক হিসেবে, এই জেলায় কখনোই এই ধরণের রাজনীতি বরদাস্ত করিনি আর করবও না। রাজনীতি করার, আন্দোলন করার অধিকার সমস্ত রাজনৈতিক দলের আছে। জোর করে দখলদারি বরদাস্ত করা হবে না"।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
৩৫ ফুটের মা কালী, জেলার সবচেয়ে বড়! বারবিশার পুজো দেখতে ভিনরাজ্য থেকেও ছুটে আসেন মানুষ
আরও দেখুন

অন্যদিকে সিপিআই নেতা তথা জেলার কনভেনার বিপ্লব‌ ভট্ট বলেন, "ক'দিন আগে এক তৃণমূল নেতা এই ধরনের ঝান্ডা নামানোর মতন নক্কারজনক ঘটনা ঘটিয়েছিল। তা আমরা খড়্গপুরের তৃণমূল নেতাদের জানিয়েছিলাম। তারা বুধবার আমাদের সংগঠনের পতাকা লাগিয়ে দিয়েছে। খড়্গপুরেকে বলে 'মিনি ইন্ডিয়া', যেখানে চিরকাল সৌজন্যতার রাজনীতি দেখিয়েছেন সমস্ত দলের নেতারা। তৃণমূল নেতাদেরকে অভিযোগ জানানোর পর, আজ তাঁরা তাদের পতাকা নামিয়ে, আমাদের পতাকা লাগিয়ে দিয়েছেন। এই সৌজন্যতার রাজনীতি দেখানোর জন্য তাঁদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই"।(West Medinipur News)

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News : নজিরবিহীন সৌজন্যের রাজনীতি খড়্গপুরে, জেলা সভাপতির নির্দেশে বামেদের পতাকা 'পুনরায়' লাগিয়ে দিল তৃণমূল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল