ঐতিহাসিক মেদিনীপুর শহরের দুটি কলেজ ফের আবারও ‘সেরা ১০০’ কলেজের তালিকায় জায়গা করে নিয়েছে। তালিকায় ৬৪তম (64th) স্থানে আছে মেদিনীপুর শহরের রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয় (Raja N.L. Khan Women’s College, Autonomous) এবং ৭৩তম স্থানে আছে মেদিনীপুর কলেজ স্ব-শাসিত (Midnapore College, Autonomous)। এই দু’টি স্বশাসিত কলেজই এবার র্যাঙ্কিং- এ অনেকটাই উন্নতি করেছে বা এগিয়ে এসেছে। মেদিনীপুর শহরের মহিলা মহাবিদ্যালয় (গোপ কলেজ নামে পরিচিত) ৭৩-তম স্থান থেকে উঠে এসেছে ৬৪-তম স্থানে। অপরদিকে, ৯৭-তম স্থান থেকে ৭৩-তম স্থানে উঠে এসেছে মেদিনীপুর কলেজ।
advertisement
আরও পড়ুন ঃ ঘূর্ণিঝড়ের তান্ডবে লন্ডভন্ড! ভাঙল একাধিক গাছ ও মাটির বাড়ি, বিরাট ক্ষয়ক্ষতিতে আতঙ্ক এলাকায়
গত বছর এই তালিকায় পশ্চিমবঙ্গের ৭টি কলেজ জায়গা করে নিয়েছিল। এবার, ৮টি কলেজ জায়গা পেয়েছে। এগুলি হলো যথাক্রমে ৫) সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা, ৮) রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি কলেজ (রহড়া, কলকাতা), ১৫) রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির (বেলুড়, হাওড়া), ১৯) রামকৃষ্ণ মিশন আবাসিক (নরেন্দ্রপুর, কলকাতা), ৬৪) রাজা নরেন্দ্র লাল খান উইমেনস কলেজ, মেদিনীপুর (গতবার ৭৩ নম্বরে ছিল), মেদিনীপুর কলেজ, মেদিনীপুর (গতবার ৯৭ নম্বরে ছিল), ৭৮) বেথুন কলেজ, কলকাতা (গতবার ৭৪ নম্বরে ছিল), ১০০) স্কটিশ চার্চ কলেজ, কলকাতা (নতুন অন্তর্ভুক্তি)।
প্রসঙ্গত উল্লেখ্য, পাঠদান, গবেষণা, পরিবেশ, পরিচিতি, শিক্ষক ও শিক্ষার্থীদের মান, ক্যাম্পাসিং প্রভৃতি নানাবিধ বিষয়ের উপর সমীক্ষা চালিয়ে কেন্দ্রীয় সরকারের বিশেষজ্ঞ দল এই র্যাঙ্কিং বা তালিকা নির্ধারণ করে প্রতিবছর। প্রথম ১০০ টি শিক্ষাপ্রতিষ্ঠানকে একক (ইন্ডিভিসুয়াল) র্যাঙ্কিং দেওয়া হয়। এই NIRF Ranking-এ সার্বিকভাবে দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান, দেশের সেরা বিশ্ববিদ্যালয়, দেশের সেরা কলেজ, দেশের সেরা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান প্রভৃতি বিভাগ গুলিতে শ্রেষ্ঠত্বের বিচার করা হয়।
Ranjan Chanda