Weather News: ঘূর্ণিঝড়ের তান্ডবে লন্ডভন্ড! ভাঙল একাধিক গাছ ও মাটির বাড়ি, বিরাট ক্ষয়ক্ষতিতে আতঙ্ক এলাকায়

Last Updated:

Weather News: ফের দাঁতন এর একাধিক জায়গায় ঘূর্নিঝড় এর তাণ্ডব। মঙ্গলবার বিকেলে প্রবল ঝড় বৃষ্টিতে একাধিক জায়গায় তছনছ হয়েছে। তবে ক্ষণিকের ঘূর্ণিঝড়ে বেশ ক্ষতি হয়েছে এলাকায়।

+
রাস্তার

রাস্তার উপরে পরে রয়েছে গাছ

দাঁতন: বছর ২৫ এর আগের স্মৃতি এখনও দগদগে। এর মাঝে ফের দাঁতন এর একাধিক জায়গায় ঘূর্নিঝড় এর তাণ্ডব। মঙ্গলবার বিকেলে প্রবল ঝড় বৃষ্টিতে একাধিক জায়গায় তছনছ হয়েছে। তবে ক্ষণিকের ঘূর্ণিঝড়ে বেশ ক্ষতি হয়েছে এলাকায়। এদিন একাধিক পঞ্চায়েত এলাকা চকইসমাইলপুর, আঙ্গুয়া, দাঁতনের ওপর দিয়ে বয়ে যায় ঝড়। বেশ কয়েকটি গাছ পড়ে, বিদ্যুতের খুঁটি ও ভেঙেছে। গ্রামের মধ্যে মাটির বাড়িও ক্ষতিগ্রস্থ হয়েছে। যে কারণে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়।
দাঁতনে ১৯৯৮ সালের ঘূর্ণিঝড় টর্নেডোর পুরনো স্মৃতি মনে পড়ে যায় অনেকের। ঘূর্ণিঝড়ে গাছ পড়ে বেশ কয়েকটি মাটির বাড়ি ভেঙেছে। ভেঙেছে একাধিক বড় গাছ ও বিদ্যুতের খুঁটি। একাধিক এলাকায় বিদ্যুত বিচ্ছিন্ন। শরশঙ্কা ও চকইসমাইলপুর এলাকায় রাস্তার ওপর একাধিক গাছ পড়ায় যাতায়াত বন্ধ হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে গাছ কেটে ও বিদ্যুতের খুঁটি সরানোর কাজ চালানো হয়।জাতীয় সড়কেও গাছ পড়েছে এদিন। এদিনের ঝড়ে সম্পূর্ণ ভেঙে গেছে দাঁতনের সোনাকোনিয়াতে প্রশাসনের তৈরি অস্থায়ী সহায়তা কেন্দ্র।
advertisement
advertisement
আরও পড়ুন- লাখ লাখ টাকা গিয়েছে খোয়া! মৃত্যুর মুখ থেকে ফিরে যা বললেন আরামবাগের ব্যবসায়ী
এখান থেকে ট্রেন দুর্ঘটনায় ফেরা মানুষদের বিভিন্ন সহায়তা করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে এই কেন্দ্র খোলা হয়েছিল। ওড়িশা সীমান্তবর্তী এলাকায় এই অস্থায়ী কেন্দ্রটি সম্পূর্ণ ভেঙেছে। দাঁতন ১ বিডিও চিত্তজিত বসু বলেন, ‘ঘূর্ণিঝড় হয়েছে। অস্থায়ী কেন্দ্রটি ভেঙেছে। অনেক জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখনও পরিসংখ্যান জানা যায়নি।’ দাঁতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান বলেন,’ ভালই ঘূর্ণিঝড় হয়েছে। কয়েকটি ঘর ভেঙেছে। তবে প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি। গাছ পড়ে রাস্তা অবরুদ্ধ হয়েছে। প্রশাসন দ্রুত সরানোর কাজ চালাচ্ছে।’
advertisement
Ranjan Chanda
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
Weather News: ঘূর্ণিঝড়ের তান্ডবে লন্ডভন্ড! ভাঙল একাধিক গাছ ও মাটির বাড়ি, বিরাট ক্ষয়ক্ষতিতে আতঙ্ক এলাকায়
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement