প্রসঙ্গত দুই সদস্যের এই ১৭০টি টিম বিভিন্ন এলাকায় ঘুরে ওয়ার্ড এর মানুষদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের ডেঙ্গি সম্পর্কে সচেতন করবেন। ডেঙ্গিতে আক্রান্ত কেউ হয়েছে কিনা তারও খোঁজ খবর নিয়ে সংশ্লিষ্ট দপ্তরে জানাবেন তারা। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান আনুষ্ঠানিকভাবে বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে ডেঙ্গি সম্পর্কে সচেতনতার বার্তা দিয়ে এই অভিযানের শুভ সূচনা করেছেন।
advertisement
আরও পড়ুনঃ বর্ষাকালে শিশুদের রোগের শেষ নেই, কীভাবে রক্ষা করবেন? জানালেন চিকিৎসক
এই টিম বাড়িতে বাড়িতে গিয়ে ডেঙ্গি সম্পর্কে সচেতনতার কথা জানাবেন বাড়ির সদস্যদের। একই সাথে খবর নিবেন কারো জ্বর বা ডেঙ্গির উপসর্গ রয়েছে কিনা, এমনকি বাড়িতে কোথাও জমা জল রয়েছে কিনা তাও দেখবে তারা। এছাড়াও কারো জ্বর হয়ে থাকলে দ্রুত তার চিকিৎসার জন্য পশ্চিম মেদিনীপুর পৌরসভার তরফ থেকে তৈরি করা হয়েছে মেডিকেল টিম ।
বর্তমান পরিস্থিতিতে ডেঙ্গি মোকাবিলায় এই বিশেষ টিম অনেকটাই উপকারে আসবে বলে মনে করছে ওয়াকিবহালমহল। পশ্চিম মেদিনীপুর পুরসভার এই ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন সকলে।
Ranjan Chanda