TRENDING:

West Medinipur News: বাবার দেওয়া 'অচল' পয়সা থেকেই নেশা, তারপর এত বছর ধরে যা করছেন এই শিক্ষক!

Last Updated:

ছোটবেলার মুদ্রা সংগ্রহের নেশা আজও বজায় রেখেছেন দাঁতনের শিক্ষক সন্তু জানা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: প্রত্যেকেরই কিছু না কিছু শখ থাকে। কেউ খাওয়া-দাওয়া, কারোর আবার নতুন পোশাক কেনার প্রতি ঝোঁক থাকে। কিন্তু এক শিক্ষকের নেশা জানলে অবাক হতে হবে। ছোট থেকেই দেশ-বিদেশের কয়েন বা মুদ্রা সংগ্রহের নেশা শিক্ষক সন্তু জানার। একাধিক দেশে ব্যবহৃত নানান মুদ্রা রয়েছে তাঁর সংগ্রহে। পশ্চিম মেদিনীপুরের বাংলা-ওড়িশা সীমান্ত এলাকা দাঁতনের বাসিন্দা সন্তু জানা পেশায় শিক্ষক হলেও তাঁর নেশা ইতিহাস উদঘাটন এবং ইতিহাস সংরক্ষণ।
advertisement

আরও পড়ুন: পুজোর আগে বর্ধমানে চলছে তাঁতের শাড়ির মেলা, রয়েছে চোখ ধাঁধানো সম্ভার

ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় তাঁর এই মুদ্রা সংগ্রহের নেশা তৈরি হয়। আর সেটাও হয়েছিল বেশ অদ্ভুতভাবে। সন্তুবাবুর বাবা একটি ‘অচল’ পয়সা তাঁকে দেখালে তাঁর মনে ওই মুদ্রা সম্বন্ধে কৌতুহল তৈরি হয়েছিল। এরপর থেকেই স্থানীয় মানুষজন, ছাত্র-ছাত্রী এমনকি দেশ-বিদেশের বন্ধুদের থেকে তিনি সাধ্যমত দুষ্প্রাপ্য ও বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন মুদ্রা সংগ্রহ শুরু করেন। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় তৈরি সেই নেশাকে আজ‌ও জিইয়ে রেখেছেন সন্তু জানা। এ যাবৎ ৪০ টি ভিন্ন দেশের মুদ্রা আছে তাঁর সংগ্রহে।

advertisement

View More

ইউরোপ, জার্মানি, ইতালি, ফ্রান্স সহ নানান দেশের কয়েন রয়েছে তাঁর কাছে। বিদেশের পাশাপাশি নিজের দেশ ভারতবর্ষেরও প্রাচীন কয়েন রয়েছে তাঁর সংগ্রহে। মুঘল সময়ের এক পাই , সিক্কা থেকে ইংরেজ আমলের ফুটো পয়সা সব কিছু আছে। শুধু তাই নয় ইংরেজ আমলের রানি ভিক্টোরিয়ার ছবি সম্বলিত কয়েনও রয়েছে তাঁর কাছে। শুধু মুদ্রা সংগ্রহ করাই নয়, তার পিছনের ইতিহাসের প্রতিও প্রবল আগ্রহ এই শিক্ষকের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Medinipur News: বাবার দেওয়া 'অচল' পয়সা থেকেই নেশা, তারপর এত বছর ধরে যা করছেন এই শিক্ষক!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল