আরও পড়ুন: পুজোর আগে বর্ধমানে চলছে তাঁতের শাড়ির মেলা, রয়েছে চোখ ধাঁধানো সম্ভার
ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় তাঁর এই মুদ্রা সংগ্রহের নেশা তৈরি হয়। আর সেটাও হয়েছিল বেশ অদ্ভুতভাবে। সন্তুবাবুর বাবা একটি ‘অচল’ পয়সা তাঁকে দেখালে তাঁর মনে ওই মুদ্রা সম্বন্ধে কৌতুহল তৈরি হয়েছিল। এরপর থেকেই স্থানীয় মানুষজন, ছাত্র-ছাত্রী এমনকি দেশ-বিদেশের বন্ধুদের থেকে তিনি সাধ্যমত দুষ্প্রাপ্য ও বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন মুদ্রা সংগ্রহ শুরু করেন। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় তৈরি সেই নেশাকে আজও জিইয়ে রেখেছেন সন্তু জানা। এ যাবৎ ৪০ টি ভিন্ন দেশের মুদ্রা আছে তাঁর সংগ্রহে।
advertisement
ইউরোপ, জার্মানি, ইতালি, ফ্রান্স সহ নানান দেশের কয়েন রয়েছে তাঁর কাছে। বিদেশের পাশাপাশি নিজের দেশ ভারতবর্ষেরও প্রাচীন কয়েন রয়েছে তাঁর সংগ্রহে। মুঘল সময়ের এক পাই , সিক্কা থেকে ইংরেজ আমলের ফুটো পয়সা সব কিছু আছে। শুধু তাই নয় ইংরেজ আমলের রানি ভিক্টোরিয়ার ছবি সম্বলিত কয়েনও রয়েছে তাঁর কাছে। শুধু মুদ্রা সংগ্রহ করাই নয়, তার পিছনের ইতিহাসের প্রতিও প্রবল আগ্রহ এই শিক্ষকের।
রঞ্জন চন্দ