East Bardhaman News: পুজোর আগে বর্ধমানে চলছে তাঁতের শাড়ির মেলা, রয়েছে চোখ ধাঁধানো সম্ভার
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:BONOARILAL CHOWDHURY
Last Updated:
দুর্গাপুজোর আগে বর্ধমানে শুরু হয়েছে তাঁত বস্ত্র মেলা, রয়েছে চোখ ধাঁধানো শাড়ির সম্ভার
পূর্ব বর্ধমান: দুর্গাপুজোর আগে বর্ধমানবাসীকে কেনাকাটা করার জন্য দূরে কোথাও যেতে হবে না, বর্ধমান শহরেই পাবেন দারুণ দারুণ তাঁতের শাড়ি। পুজোয় পরার জন্য ভাল তাঁতের শাড়ি কিনবেন ভাবছেন? আর দূরে যাওয়ার দরকার নেই। বর্ধমান শহরে শুরু হয়েছে প্রাক পুজো তাঁত বস্ত্র মেলা। এই মেলাতেই পেয়ে যাবেন জেলার তাঁতিদের হাতে বোনা দারুণ দারুণ শাড়ি। এই নিয়ে ১২ বছরে পা দিল প্রাক পুজো তাঁত বস্ত্র মেলা।
রবিবার এই মেলার উদ্বোধন করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার। তিনি বলেন, এই মেলাটা১২ বছর ধরে হচ্ছে। আর আমাদের গ্রামের, শহরের বাঙালি মা-বোনেরা বরাবরই একটা আগ্রহ থাকে তাঁতের শাড়ির উপর। এখানে যে সকল স্টলগুলো আছে সেখানে বেশিরভাগ পূর্ব বর্ধমান জেলার তাঁত শিল্পীদের তৈরি করা। এই বছর মেলায় ৩০ টি স্টল আছে। এখানে তাঁত বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে জেলার তাঁত শিল্পীদের পাশাপাশি হাজির হয়েছেন নদিয়া, হুগলির তাঁত শিল্পীরাও।
advertisement
advertisement
তবে , শুধুমাত্র তাঁতের শাড়ি নয়, ছেলেদের পোশাক, হস্তশিল্পের স্টলও আছে মেলায়। এই মেলা চলছে বর্ধমান শহরের কোর্ট চত্বর এলাকার সিধু-কানহু প্রাঙ্গনে। আগামী ১৭ অক্টোবর পর্যন্ত এই মেলা চলবে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলবে এই মেলা।
বনোয়ারীলাল চৌধুরী
Location :
Kolkata,West Bengal
First Published :
October 09, 2023 2:28 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব বর্ধমান/
East Bardhaman News: পুজোর আগে বর্ধমানে চলছে তাঁতের শাড়ির মেলা, রয়েছে চোখ ধাঁধানো সম্ভার