East Medinipur News: অসময়ের বৃষ্টিতে নষ্ট মাঠ ভর্তি ফুল, পুজো হবে কী করে!

Last Updated:

অসময়ের বৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছে মাঠ ভর্তি ফুল। ব্যাপক ক্ষতির মুখে ফুল চাষিরা। সব মিলিয়ে দুর্গাপুজোর সময় ফুলের দাম অগ্নিমূল্য হতে পারে

+
title=

পূর্ব মেদিনীপুর: মাঝে মাত্র আর কয়েকটা দিন তারপরই মহালয়া। আর মহালয়া মানেই উৎসবের আগমনীর সুর। বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর আগেই এবার অসুরের ভূমিকায় বৃষ্টি। নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়েছে রাজ্যের বেশিরভাগ জেলা। এই বৃষ্টির কারণেই এবার দুর্গাপুজোয় ফুলের সঙ্কট দেখা দেবে বলে অভিমত ফুল ব্যবসায়ী থেকে চাষিদের। সবমিলিয়ে এই দুর্গাপুজোয় অতি মহার্ঘ্য হতে চলেছে ফুল।
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থেকে পাঁশকুড়া বিস্তীর্ণ এলাকাজুড়ে বিপুল পরিমাণ ফুল চাষ হয়। কিন্তু শরৎকালে এই টানা অসময়ের বৃষ্টি ফুল চাষে ব্যাপক ক্ষতি করেছে। এমনিতেই চলতি বছরে বাজারে ফুলের দাম উর্ধ্বমুখী। ফুলের দাম বেড়ে যাওয়ার একমাত্র কারণ চাহিদা থাকলেও পর্যাপ্ত যোগান নেই। ফলে একদিকে যেমন সমস্যা হচ্ছে ক্রেতাদের অন্যদিকে চাহিদা মেটাতে এগিয়ে হিমশিম খেতে হচ্ছে বিক্রেতা থেকে শুরু করে চাষিদের।পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের ফুলের বাজার রাজ্যের দ্বিতীয় বৃহত্তম ফুল মার্কেট। রাত থাকতেই কোলাঘাট স্টেশনের পার্শ্ববর্তী জায়গায় বসে ফুলের পাইকারি ও খুচরো বাজার। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া, কোলাঘাটের পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের বালিচক, ঘাটাল এবং হাওড়ার বাগনান ও দেউলটি সহ বিভিন্ন এলাকার ফুল চাষিরা তাঁদের ফুল নিয়ে আসেন এই বাজারে। এ বছর প্রথম থেকেই গাঁদা, রজনীগন্ধা, গোলাপ সহ বিভিন্ন ফুলের চাহিদা থাকলেও যোগান কম। ফলের দাম শুরু থেকেই বেশ চড়ে আছে। কিন্তু এই টানা বৃষ্টির জেরে যা পরিস্থিতি হলো তাতে পুজোর সময় ফুলের দাম ভয়াবহভাবে বেড়ে যেতে পারে।
advertisement
advertisement
সামনেই দুর্গাপূজা তার আগে আবার জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে ফুলের বাগান নষ্ট। এদিকে ভাল চাহিদা থাকায় বাজারের নিয়ম মেনেই ক্রমশ চড়ছে ফুলের দাম। এমনকি ফুল চাষি থেকে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন দুর্গাপুজোয় ফুলের যোগান সামাল দিতে হিমসিম খেতে হবে।
সৈকত শী
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
East Medinipur News: অসময়ের বৃষ্টিতে নষ্ট মাঠ ভর্তি ফুল, পুজো হবে কী করে!
Next Article
advertisement
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
রবিবার সকাল ৬টা থেকে বন্ধ দ্বিতীয় হুগলি সেতু! ক'টা অবধি? যাতায়াতের বিকল্প রুট জানুন
  • রবিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতুতে যান চলাচল বন্ধ থাকবে.

  • এই সময়ে যানবাহনের বিকল্প রুট হিসেবে হাওড়া সেতু ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে.

  • সেতুর সাসপেনশন কেবল, রোড সারফেস ও লাইটিং সিস্টেমের পরিদর্শন ও সংস্কার কাজ চলবে.

VIEW MORE
advertisement
advertisement