আরও পড়ুন East Medinipur News: শিক্ষা দফতরের গোডাউনে ছাগল! বইয়ের উপর বসে করছে যাচ্ছেতাই কাণ্ড
গড়বেতার ৩ নং ব্লক অফিস থেকে মাত্র ১ কিমি দুরে বেলিয়া গ্রামে বসবাস প্রায় ৪/৫০০ পারিবারের। কিন্তু এই এলাকায় নেই স্থায়ী কোনও পানীয় জলের ব্যবস্থা। ফলে অন্য জায়গা থেকে আনতে হয় পানীয় জল। এলাকাবাসীদের অভিযোগ, বিগত প্রায় ৩/৪ বছর আগে এলাকার বিধায়ক উত্তরা সিংহ হাজরা এলাকায় গিয়ে পানীয় জলের সমস্যা দেখে একটি সাব মার্শিবাল বসানোর উদ্যোগ নেয়। এলাকায় পাইপ পুঁতে বিদ্যুৎ সংযোগ দেওয়াও হয়, কিন্তু পানীয় জলের কলের পাইপলাইন আর বসানো হয়নি। ফলে সাবমার্শিবাল বসলেও মিলছে না পানীয় জল।
advertisement
বিজেপির স্থানীয় পঞ্চায়েত সদস্য গৌতম কোয়াড়ির অভিযোগ, বিগত ১১ বছরে উন্নয়নের নামে শুধু লুঠ হয়েছে। প্রকৃত পাওয়ার যোগ্য মানুষেরা বঞ্চিত হয়েছেন। অন্যদিকে যদিও গড়বেতা ৩ নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিমাই বন্দ্যোপাধ্যায়ের দাবি, অনেক আদিবাসী এলাকায় পানীয় জলের সমস্যার সমাধান করা হয়েছে। তবে কয়েকটা জায়গায় সামান্য সমস্যা রয়েছে, সে গুলো খুব শীঘ্রই মিটে যাবে। মানুষের অভাব অভিযোগ রয়েছে, আগামিদিনে সেগুলিও মেটানোর চেষ্টা করব রাজ্য সরকারের সাহায্য সহযোগিতায়।
Partha Mukherjee