উদ্বোধনক্ষণে মঞ্চে উপস্থিত ছিলেন মেদিনীপুর সদর মহকুমা শাসক কৌশিক চট্টপাধ্যায়, অতিরিক্ত জেলাশাসক জেলাপরিষদ পিনাকিরঞ্জন প্রধান, বিধায়ক অজিত মাইতি, উত্তরা সিংহ হাজরা, কোতোয়ালি থানার আই,সি পার্থ পাল, মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান-সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।
আরও পড়ুন : গৃহস্থ নবদম্পতি থেকে পাড়ার উদ্যোক্তা, কার্তিক সংক্রান্তিতে আরাধনা দেবসেনাপতির
অন্যদিকে কুতুরিয়া বিরসা মুন্ডা জন্মজয়ন্তী উদযাপন কমিটির পরিচালনায় ভারতবর্ষের স্বাধীনতার ৭৫ তম বছরে ভারত মাতার বীর সন্তান বিরসা মুন্ডার জন্ম জয়ন্তী উদযাপন অনুষ্ঠান উদযাপন হলো মঙ্গলবার কুতুরিয়া গ্রামে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ও বিধায়ক শ্রীকান্ত মাহাতো, বিশিষ্ট সমাজসেবী সুজয় হাজরা, শালবনি ব্লকের শিক্ষা কর্মাধ্যক্ষ উষা কুণ্ডু, কুতুরিয়া জুনিয়র হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অরুণাংশু দে, ভাদুতলা হাই স্কুলের শিক্ষক ড. সুরজিৎ ঘোষাল, সমাজসেবী তাপস দাস, সমাজসেবী ও শিক্ষক শোভন দাস-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা।মূলত সমাজসেবী তাপস দাসের উদ্যোগে এই মূর্তিটি প্রতিষ্ঠিত হয় কুতুরিয়া গ্রামে। এই উপলক্ষে এদিন একটা বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকা পরিক্রমা করে।
advertisement