Kartik Puja:গৃহস্থ নবদম্পতি থেকে পাড়ার উদ্যোক্তা, কার্তিক সংক্রান্তিতে আরাধনা দেবসেনাপতির

Last Updated:

Kartik Puja: এই মূর্তিগুলি বিভিন্ন উদ্যোক্তারা নিয়ে যাবেন, আর রাতের অন্ধকারে দিয়ে আসবেন কোনও নবদম্পতির বাড়ির দরজার সামনে

+
কার্তিক

কার্তিক মূর্তি সাজিয়ে তুলতে ব্যস্ত শিল্পীরা।

নয়ন ঘোষ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান : গৃহস্থের পাশাপাশি অনেক উদ্যোক্তাও কার্তিক পুজোর আনন্দে মেতে উঠবেন। জাঁকজমকের সঙ্গে আয়োজন করা হবে হর -পার্বতীর পুত্রের আরাধনার। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি দেখা গেল দুর্গাপুরে। দুর্গাপুর গ্যামন ব্রিজ সংলগ্ন কুমোরটুলিতে শিল্পীদের মধ্যে দেখা গেল ব্যস্ততা। সকলেই দেব সেনাপতিকে শেষ মুহূর্তের সাজসজ্জা দিতে মগ্ন। ছোট, বড়, মাঝারি - বিভিন্ন ধরনের মূর্তি তৈরি করা হয়েছে। হয়েছে বেশ কয়েকটি বিশাল মাপের মূর্তি।
তাছাড়াও বানিয়ে রাখা হয়েছে বেশ কিছু 'চোরা কার্তিক'। এই চোরা কার্তিকের মূর্তিগুলি কোনওরকম অর্ডার ছাড়াই বানিয়েছেন শিল্পীরা। কারণ তারা জানেন, এই মূর্তিগুলি বিভিন্ন উদ্যোক্তারা নিয়ে যাবেন, আর রাতের অন্ধকারে দিয়ে আসবেন কোনও নবদম্পতির বাড়ির দরজার সামনে।
আরও পড়ুন : বর্ষার পর শীতের মুখেও কেন এত ডেঙ্গি সংক্রমণ, প্রতিকারই বা কী, জানালেন বিশেষজ্ঞ
বাংলা পঞ্জিকা অনুযায়ী কার্তিক মাসের শেষ দিন অর্থাৎ কার্তিক সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় কার্তিক পুজো। এই পুজোর বেশিরভাগ অনুষ্ঠিত হয় বাড়িতে। তবে কার্তিক পুজোর আয়োজন করা হয় বেশ কিছু ক্লাবের উদ্যোগেও। জাঁকজমকের সঙ্গেই সেই পুজোর আয়োজন করা হয়।
advertisement
advertisement
তবে বিগত দু'বছর কার্তিক পুজো উপলক্ষে শহরে তেমন দেখা না গেলেও, এ বছর কিছু সংখ্যক কার্তিক পুজোর আয়োজন করা হচ্ছে ক্লাবের উদ্যোগে। আর সেজন্যই শিল্পীদের মধ্যে দেখা গিয়েছে চরম ব্যস্ততা। তারা সকলেই মূর্তি তৈরির শেষ মুহূর্তের কাজে মগ্ন ছিলেন। তাঁরা বলছেন, দুর্গা পুজো, কালী পুজোর পর কার্তিক পুজোর সময় ভাল অর্ডার পেয়েছেন। তাই কার্তিক পুজোয় কিছুটা লক্ষ্মীলাভ হবে বলেই মনে করছেন তারা।
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Kartik Puja:গৃহস্থ নবদম্পতি থেকে পাড়ার উদ্যোক্তা, কার্তিক সংক্রান্তিতে আরাধনা দেবসেনাপতির
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement