অপ্রীতিকর ঘটনা এড়াতে বেলদা থানার পক্ষ থেকে নেকুড়সেনী বিবেকানন্দ হাইস্কুলে পড়ুয়াদের নিয়ে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি হয়েছে। বিদ্যালয়টি খড়্গপুর-বালেশ্বর ৬০ নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থিত। তাই পড়ুয়াদের জাতীয় সড়ক পেরিয়ে বিদ্যালয়ে যেতে হয়। ফলে অনেকটাই ঝুঁকিপূর্ণ। তাই এই পদক্ষেপ পুলিশের।
আরও পড়ুন ঃ লবণ সত্যাগ্রহে অংশ নিয়ে পা খোয়ান মন্মথনাথ ষাঁড়েশ্বরী, ইন্দিরা দিয়েছিলেন তাম্র ফলক
advertisement
এদিন পড়ুয়াদের পথ নিরাপত্তার নিয়ম মেনে সড়ক পার হওয়ার বিষয়ে তাদের সচেতন করা হয়। প্রজেক্টারের মাধ্যমে পথের খুঁটিনাটি বোঝানো হয়। বেলদা থানা এলাকায় বেশ কয়েকটি বিদ্যালয় জাতীয় সড়কের ধারে। কলাবনী প্রাথমিক বিদ্যালয়, বাখরাবাদ ভারতী বিদ্যাপীঠ, নেকুড়সেনী সাঁওতালি হাইস্কুল। বিদ্যালয়ের পড়ুয়াদের প্রতিদিন ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসা যাওয়া করতে হয়।
ফলে যে কোনও সময় দুর্ঘটনার ভয় থাকে। বেহালার ঘটনার পর পড়ুয়া এবং অভিভাবকদের মধ্যে একটা আতঙ্ক বেড়েছে। তাই পুলিশের উদ্যোগে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। সচেতনতার পাশাপাশি জাতীয় সড়কের বিশেষ জায়গাগুলোতে ট্রাফিক পুলিশ দেওয়া হয়েছে। পড়ুয়াদের হাত ধরে পৌঁছে দেওয়ার বার্তা দেওয়া হয়।
আরও পড়ুন ঃ একদিনে হাজার কাপ বিক্রি, ‘এই’ দোকানে চায়ের মধ্যে আছেটা কী! ভিড়ে দমবন্ধ হওয়ার জোগাড়
এদিন সচেতনতার কর্মসূচিতে উপস্থিত ছিলেন বেলদা মহকুমা পুলিশ আধিকারিক সামিম বিশ্বাস, বেলদা থানার ভারপ্রাপ্ত আধিকারিক আসিফ সানি প্রমুখ। পুলিশ জানাচ্ছে, বিদ্যালয়ের সামনের সড়কের ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য বাড়তি নজর দেওয়া হচ্ছে। প্রতিদিন এই কর্মসূচি চলবে।
Ranjan Chanda