প্রতিটি অঞ্চলের অধীনে দুটি করে কেন্দ্র চালু করা হয়েছে যেখানে ২৬ জন লোক নিয়োগ করা হবে। শুক্রবার ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে নয়াগ্রাম ব্লকের পাতিনাতে পাইলট প্রোজেক্ট হিসেবে মাসরুম চাষের কেন্দ্র অনুষ্ঠানিক ভাবে উদ্বোধন হল। জেলা পুলিশের পক্ষ থেকে এর পোশাকি নাম দেওয়া হয়েছে \"সৃজন\"
আরও পড়ুনঃ মাওবাদী নামে হুমকি দিয়ে টাকা তোলার অভিযোগ
advertisement
জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপীবল্লভপুর এক ব্লকে দুটি এবং নয়াগ্রাম ব্লকে পাতিনা ও ভেলাইঘাটিতে দুটি করে চারটি এই ধরনের চাষের কেন্দ্র চালু হয়েছে। মুলত এলাকার মহিলাদের স্বনির্ভর গোষ্ঠীর মোট ছাব্বিশটি পরিবার এই চাষে যুক্ত হয়েছে যা পুলিশ সুত্রে জানা গেছে।
আরও পড়ুনঃ ঝাড়গ্রামে বদলী হলেন পশ্চিম মেদিনীপুরের CMOH
কম সময়ে এই চাষে মাসে সাত থেকে আট হাজার টাকা আয় হবে। এর ফলে চোলাই ব্যবসার সাথে যুক্ত পরিবার গুলি সমাজের মূল স্রোতে ফিরে আসবে। কম পুঁজিতে উচ্চ ফলন তাদের সারা বছর বিকল্প আয়ের মুখ দেখাতে সাহায্য করবে বলে জেলা পুলিশের আশা।
Partha Mukherjee