আরও পড়ুন ঃ গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ‘এই’ পেশা নতুন রূপে ফিরল বেলদায়
প্রকল্পের উদ্বোধন করে খড়্গপুরের ডি আর এম এম এস হাসমি বলেন ‘এটি হল খড়গপুর শহরে তথা দক্ষিণ পূর্ব রেলের অধীনে প্রথম রূপায়ন’। এর ফলে ট্রেন যাতায়াতের ঘোষণা শোনার ২০ সেকেন্ড আগে এবং পরে শোনা যাবে কোন একটি অডিও বিজ্ঞাপন। এই ঘোষণার ফলে একদিকে যেমন যাত্রী সাধারণের একঘেঁয়েমী কাটবে, তেমনি বিজ্ঞাপন দেওয়ার ফলে রেলের আয়ও যথেষ্ট বাড়বে।
advertisement
খড়্গপুর স্টেশনে এই পদ্ধতি সফলভাবে ব্যবহৃত হলে দক্ষিণ পূর্ব রেলের আরও ১৬টি রেলস্টেশনে এই পদ্ধতি প্রয়োগ করা হবে। এদিন ডি আর এম এম এস হাসমি ছাড়াও উপস্থিত ছিলেন রেলের একাধিক কর্মকর্তারা। খড়্গপুর রেল স্টেশনে এই প্রকল্প সঠিকভাবে রূপায়িত করার লক্ষ্যে নিঞ্জা মিডিয়ার সহযোগিতা নেওয়া হয়েছে বলে ডি আর এম এদিন জানিয়েছেন। অডিও বিজ্ঞাপন ব্যবস্থাকে কাজে লাগিয়ে রেলকে এগিয়ে নিয়ে যাওয়াই খড়্গপুর ডিভিশনের কর্মকর্তাদের লক্ষ্য। ডি আর এম বলেন আমরা এই কাজে সফল হবই।
Ranjan Chanda






