Tea Shop: চন্দ্রকোনা রোডের ভাইরাল চায়ের দোকান! দোকানদারের অঙ্গভঙ্গি আর আগুনে তৈরি চায়ের টানেই ভিড় উপচে পড়ছে

Last Updated:

Tea Shop: দোকান মালিকের অঙ্গভঙ্গি, হাতের জাদুতে প্রাণ জুড়াবে সকলের, সন্ধে হলেই দোকানে ভিড় জমে এলাকা ছাড়িয়ে পার্শ্ববর্তী এলাকার মানুষজনের।

+
এক

এক কাপ গরম চা যেন একটু থেমে যাওয়ার অজুহাত

চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর, মিজানুর রহমান: দোকান মালিকের অঙ্গভঙ্গি, হাতের জাদুতে প্রাণ জুড়াবে সকলের। সন্ধে হলেই দোকানে ভিড় জমে এলাকা ছাড়িয়ে পার্শ্ববর্তী এলাকার মানুষজনের।দোকানে থিক থিক করছে ভিড় অঙ্গ ভঙ্গি করছেন দোকান মালিক, জ্বলছে আগুন, আগুন নিভিয়ে বুদ বুদ করে উঠতেই ঠোঁটে চুমুক। চুমুক দিতেই প্রাণ জুড়িয়ে যায় সকলের। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে রয়েছে এমনই একটি চায়ের দোকান।
এই দোকানে সকাল থেকে রাত্রি পর্যন্ত ভিড় জমে থাকে মানুষজনের। ক্রেতারা আসে মূলত তন্দুরি চা পান করতে। চন্দ্রকোনা রোড চৌরাস্তা মোড় থেকে উত্তর দিকে ৭০০ মিটার তারপরেই রয়েছে মা তারা নামে এই চায়ের দোকান। রাস্তায় দাঁড়িয়ে দোকানির অঙ্গ ভঙ্গি দেখলে আপনিও প্রথমে থমকে যাবেন। তবে হাতের জাদুতে নিমেষে সেই চা পান করে তৃপ্তি পাবেন আপনিও।
advertisement
advertisement
দোকানে যেমন সাধারণ চা থেকে মালাই ও তন্দুরি চা পাওয়া যায়, ঠিক তেমনই আছে কফির ভ‍্যারাইটি। নরম‍্যাল কোল্ড কফি, ক‍্যারামেল কোল্ড কফি, চকলেট কোল্ড কফি, নরম‍্যাল টি থেকে শুরু করে দই লস‍্যি,কেশর বাদাম লস‍্যি ও মিল্কশেক সহ নানানসব লোভনীয় আইটেম যা খেলে মনে তৃপ্তি আর বুকে বল আসবে।
কোনওটা আবার মাথা থেকে মন ঠান্ডা করে দেবে। চা খেতে আসা মানুষজন জানাচ্ছেন,এই দোকানের স্পেশাল হচ্ছে তন্দুরি চা। এখানকার লোক তো বটেই , বহু দূর দূরান্তের লোক ভিড় জমান এই দোকানে।এক কাপ চা কিংবা এক কাপ কফি তে চুমুক দিয়ে হৃদয় জুড়াতে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tea Shop: চন্দ্রকোনা রোডের ভাইরাল চায়ের দোকান! দোকানদারের অঙ্গভঙ্গি আর আগুনে তৈরি চায়ের টানেই ভিড় উপচে পড়ছে
Next Article
advertisement
'বন্ধু, রহো সাথে...' চোখের ঈশারাতেই ২৩ বছর পার! বুলি ফোটে না, তবু 'কথা' দিয়ে 'কথা' রেখেছেন উত্তম-উজ্জ্বলা
'বন্ধু, রহো সাথে..' চোখের ঈশারায় ২৩ বছর পার! বুলি ফোটে না, তবু কথা দিয়ে কথা রেখেছেন দম্পতি
  • ২৩ বছর ধরে কথা না বলেও ইশারায় সংসার চালাচ্ছেন উত্তম ও উজ্জ্বলা

  • শিলিগুড়িতে চা-বিস্কুট বিক্রি করে

  • প্রেম ও পাশে থাকার এ এক অনন্য নজির

VIEW MORE
advertisement
advertisement