CPIM: তৃণমূল, বিজেপির পর এবার CPIM-এরও ডিজিটাল দাওয়াই! কিউআর কোডেই থাকবে সদস্যপদ, আন্দোলনের আপডেট

Last Updated:

বিধানসভা উপনির্বাচনের আগে ডিজিটাল পথে সদস্য সংগ্রহে নয়া উদ্যোগ DYFI-এর। জলপাইগুড়িতে শুরু হয়েছে কিউআর কোড স্ক্যান করে সদস্যপদ গ্রহণের ব্যবস্থা। সোশ্যাল মিডিয়ায় চলছে প্রচার অভিযান।

+
কিউআর

কিউআর কোড

জলপাইগুড়ি, সুরজিৎ দে: কিউআর স্ক্যান করলেই মিলবে এখানকার সদস্যপদ! আসন্ন ভোটে এবার হাতিয়ার সোশ্যাল মিডিয়া! তরুণ প্রজন্মের কাছে পৌঁছে যেতে নয়া উদ্যোগ DYFI-এর!  কীভাবে কী কী জানা যাবে বিস্তারিত। আসন্ন বিধানসভা উপনির্বাচনের আগে সংগঠনের পরিধি বাড়াতে ডিজিটাল মাধ্যমকে হাতিয়ার করল জলপাইগুড়ির বামপন্থী যুব সংগঠন DYFI।
আধুনিক প্রযুক্তির ব্যবহার করে তরুণ প্রজন্মের মধ্যে পৌঁছে যেতে নতুন উদ্যোগ নিয়েছে তাঁরা।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার একটি কিউআর কোড স্ক্যান করলেই জানা যাবে DYFI-এর সমস্ত কর্মসূচি, সভা-সমিতি ও আন্দোলনের খবর। তথ্যের পাশাপাশি সেই একই কিউআর কোড থেকেই মিলবে সদস্যপদ গ্রহণের সম্পূর্ণ প্রক্রিয়ার দিকনির্দেশ। এমনকী যারা আরও সহজভাবে যুক্ত হতে চান, তাঁদের জন্য রাখা হয়েছে মিসড কলের ব্যবস্থা। কোডে দেওয়া নম্বরে একটি কল দিলেই শুরু হবে সদস্যপদ গ্রহণের প্রক্রিয়া।
advertisement
advertisement
একসময় প্রযুক্তি ব্যবহারে কিছুটা দ্বিধায় ছিল বাম সংগঠনগুলি, কিন্তু এখন সেই প্রযুক্তিকেই হাতিয়ার করছে তারা সংগঠন বিস্তারে। DYFI নেতৃত্বের দাবি, এই উদ্যোগের লক্ষ্য ১৮ বছর বা তার বেশি বয়সী তরুণ-তরুণীদের সংগঠনের সঙ্গে যুক্ত করা। ইতিমধ্যেই ভাল সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে জেলা নেতৃত্ব। আগে যেখানে শুধুমাত্র রাজ্যস্তরে DYFI-এর একটি পোর্টাল ছিল, এখন জেলার জন্যও আলাদা পোর্টাল চালু হয়েছে।
advertisement
খুব শীঘ্রই তা পুরোপুরি সক্রিয় হবে। ডিজিটাল প্রচারে জোর দিতে শুরু করেছে সংগঠনটি। সোশ্যাল মিডিয়ায় নতুন কিউআর কোডের প্রচার চলছে জোরকদমে, যাতে আরও বেশি তরুণ প্রজন্ম DYFI-এর আদর্শ ও আন্দোলনের সঙ্গে যুক্ত হতে আগ্রহী হয়। প্রযুক্তির ভাষায় তরুণদের সঙ্গে কথা বলতে শুরু করেছে জলপাইগুড়ির DYFI। আসন্ন ভোটে জোরদার লড়াইয়ে নামতে বাম রাজনীতির এক নতুন প্রজন্মের ডিজিটাল ডাক!
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
CPIM: তৃণমূল, বিজেপির পর এবার CPIM-এরও ডিজিটাল দাওয়াই! কিউআর কোডেই থাকবে সদস্যপদ, আন্দোলনের আপডেট
Next Article
advertisement
সমাজের বাঁধন ছিড়ে নতুন পথে, সুন্দরবনে সাত পাকে দুই তরুণী ! রিয়া-রাখির প্রেমের নজির
সমাজের বাঁধন ছিড়ে নতুন পথে, সুন্দরবনে সাত পাকে দুই তরুণী ! রিয়া-রাখির প্রেমের নজির
  • সমাজের বাঁধন ছিড়ে নতুন পথে

  • সুন্দরবনে সাত পাকে দুই তরুণী !

  • রিয়া-রাখির প্রেমের নজির

VIEW MORE
advertisement
advertisement