Crime News: পোষ্য দেখভালের বেতন ২৩,০০০! তবু লিফটে কুকুরছানাকে খুন! বেঙ্গালুরুর গৃহকর্মীর নৃশংসতা
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Crime News: বেঙ্গালুরুর বাগালুরু এলাকায় গৃহকর্মী লিফটের ভিতরে পোষ্য কুকুরছানাকে নির্মমভাবে হত্যা করেন। ভিডিও ভাইরাল, অভিযুক্ত গৃহকর্মী পলাতক।
বেঙ্গালুরু: বেঙ্গালুরুর বাগালুরু এলাকায় নৃশংসভাবে পোষ্যকে খুন করে গৃহসহায়িকা। অভিযোগ, গৃহকর্মী পুষ্পলতা (৪৩) নামে এক মহিলা তাঁর মালিকের পোষ্য কুকুরছানা ‘গুফি’-কে লিফটের ভিতর নৃশংসভাবে হত্যা করেছেন। ঘটনাটি ঘটে ৩১ অক্টোবর, বিকেল প্রায় ৪টা। ওই ভয়াবহ দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
ঘটনার পর পোষ্য মালিক রাশী পুজারি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। বেঙ্গালুরু পুলিশ ভারতীয় ন্যায় সনহিতা (Bharatiya Nyaya Sanhita)-র ধারা ৩২৫ অনুযায়ী এফআইআর নথিভুক্ত করেছে, যা ইচ্ছাকৃতভাবে প্রাণীকে আঘাত বা হত্যা করাকে অপরাধ বলে গণ্য করে। অভিযুক্ত গৃহকর্মী পুষ্পলতা বর্তমানে পলাতক, তাঁর সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।
আরও পড়ুনঃ লক্ষ্মীর ভান্ডার আবেদন নিয়ে কাঞ্চন মল্লিকের স্ত্রীকে আক্রমণ সুকান্তর, ‘তখন বিয়ে হয়নি’ জবাব শ্রীময়ীর
advertisement
advertisement
রাশী পুজারি জানান, প্রায় দেড় মাস আগে তিনি পুষ্পলতাকে বাড়ির কাজ ও পোষ্যদের দেখভালের জন্য ২৩,০০০ টাকা মাসিক বেতনে কাজ শুরু করেন। সেই গৃহকর্মীই তাঁর কুকুরছানাকে হত্যা করেছেন। অভিযোগ, পুষ্পলতা বাড়ি থেকে একটি সোনার চেন, হিরে ও সোনার আঙটিও চুরি করেছেন।
advertisement
ঘটনার সিসিটিভি-র ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যা দেখে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। ফুটেজে দেখা যায়, পুষ্পলতা লিফটের ভিতর কুকুরছানাটিকে জোরে ছুড়ে ফেলছেন, তারপর তার নিথর দেহটিকে টেনে নিয়ে বেরিয়ে যাচ্ছেন।
প্রাথমিকভাবে তিনি রাশী পুজারিকে জানান যে, “কুকুরটি হঠাৎই মারা গেছে।” কিন্তু সিসিটিভি ফুটেজে আসল ঘটনা প্রকাশ পেতেই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। বর্তমানে বেঙ্গালুরু পুলিশ অভিযুক্ত গৃহকর্মীর খোঁজে তল্লাশি চালাচ্ছে। পুরো ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা ও পশুপ্রেমীদের মধ্যে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 05, 2025 10:59 AM IST

