Crime News: পোষ‍্য দেখভালের বেতন ২৩,০০০! তবু লিফটে কুকুরছানাকে খুন! বেঙ্গালুরুর গৃহকর্মীর নৃশংসতা

Last Updated:

Crime News: বেঙ্গালুরুর বাগালুরু এলাকায় গৃহকর্মী লিফটের ভিতরে পোষ্য কুকুরছানাকে নির্মমভাবে হত্যা করেন। ভিডিও ভাইরাল, অভিযুক্ত গৃহকর্মী পলাতক।

Pic Courtesy: Instagram
Pic Courtesy: Instagram
বেঙ্গালুরু: বেঙ্গালুরুর বাগালুরু এলাকায় নৃশংসভাবে পোষ‍্যকে খুন করে গৃহসহায়িকা। অভিযোগ, গৃহকর্মী পুষ্পলতা (৪৩) নামে এক মহিলা তাঁর মালিকের পোষ্য কুকুরছানা ‘গুফি’-কে লিফটের ভিতর নৃশংসভাবে হত্যা করেছেন। ঘটনাটি ঘটে ৩১ অক্টোবর, বিকেল প্রায় ৪টা। ওই ভয়াবহ দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।
ঘটনার পর পোষ্য মালিক রাশী পুজারি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। বেঙ্গালুরু পুলিশ ভারতীয় ন্যায় সনহিতা (Bharatiya Nyaya Sanhita)-র ধারা ৩২৫ অনুযায়ী এফআইআর নথিভুক্ত করেছে, যা ইচ্ছাকৃতভাবে প্রাণীকে আঘাত বা হত্যা করাকে অপরাধ বলে গণ্য করে। অভিযুক্ত গৃহকর্মী পুষ্পলতা বর্তমানে পলাতক, তাঁর সন্ধানে তল্লাশি শুরু করেছে পুলিশ।
advertisement
advertisement
রাশী পুজারি জানান, প্রায় দেড় মাস আগে তিনি পুষ্পলতাকে বাড়ির কাজ ও পোষ্যদের দেখভালের জন্য ২৩,০০০ টাকা মাসিক বেতনে কাজ শুরু করেন। সেই গৃহকর্মীই তাঁর কুকুরছানাকে হত্যা করেছেন। অভিযোগ, পুষ্পলতা বাড়ি থেকে একটি সোনার চেন, হিরে ও সোনার আঙটিও চুরি করেছেন।

 

View this post on Instagram

 

A post shared by Shraddha Gowda (@shraddhagowda02)

advertisement
ঘটনার সিসিটিভি-র ভিডিও সোশ‍্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যা দেখে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা। ফুটেজে দেখা যায়, পুষ্পলতা লিফটের ভিতর কুকুরছানাটিকে জোরে ছুড়ে ফেলছেন, তারপর তার নিথর দেহটিকে টেনে নিয়ে বেরিয়ে যাচ্ছেন।
প্রাথমিকভাবে তিনি রাশী পুজারিকে জানান যে, “কুকুরটি হঠাৎই মারা গেছে।” কিন্তু সিসিটিভি ফুটেজে আসল ঘটনা প্রকাশ পেতেই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়। বর্তমানে বেঙ্গালুরু পুলিশ অভিযুক্ত গৃহকর্মীর খোঁজে তল্লাশি চালাচ্ছে। পুরো ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দা ও পশুপ্রেমীদের মধ্যে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Crime News: পোষ‍্য দেখভালের বেতন ২৩,০০০! তবু লিফটে কুকুরছানাকে খুন! বেঙ্গালুরুর গৃহকর্মীর নৃশংসতা
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরের উপর নিম্নচাপ অঞ্চল, মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা, তবে রাজ্যে আপাতত বৃষ্টি নেই
সাগরের উপর নিম্নচাপ অঞ্চল, মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা,তবে রাজ্যে বৃষ্টি নেই
  • সাগরের উপর নিম্নচাপ অঞ্চল

  • মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা

  • তবে রাজ্যে আপাতত বৃষ্টি নেই

VIEW MORE
advertisement
advertisement