আরও পড়ুনঃ ওজন কমানো থেকে উজ্জ্বল ত্বক! প্রতিদিন সকালে এক বাটি পেঁপে-লেবুতেই মিলবে সমাধান!
বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, বিশেষ এক প্রকল্পে কাজের জন্য জুনিয়র রিসার্চ ফেলোশিপ নিয়োগ করবে আইআইটি খড়গপুর। আপনি যদি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এনার্জি ইঞ্জিনিয়ারিং, রসায়ন, পদার্থবিদ্যা, মেটারিয়াল সাইন্স, সেরামিক টেকনোলজি বিষয়ে স্নাতকোত্তর হয়ে থাকেন এবং নেট পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকেন তবেই আবেদন জানাতে পারবেন এই পদের জন্য। আইআইটি সূত্রে খবর, মিনিস্ট্রি অফ টেক্সটাইলের আর্থিক সহযোগিতায় Electrodes for charge storage by (i) electrochemical deposition of transition metal oxide on carbon cloth and (ii) electrospun fiber from lignin based sources with subsequent carbonization(OIL) এই বিশেষ প্রকল্পে কাজের জন্য অস্থায়ী ভিত্তিতে একজন গবেষক কর্মী নিয়োগ করা হবে।
advertisement
ইলেক্ট্রোড ফেব্রিকেশন ফর ব্যাটারি/ক্যাপাসিটর সহ একাধিক বিষয়ে যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকলে আবেদন জানাতে পারবেন এই পদের জন্য। এই বিশেষ প্রকল্পে গবেষণা সংক্রান্ত কাজের জন্য আবেদন জানাতে গেলে কোনও আবেদন মূল্য লাগবে না। নিযুক্ত ব্যক্তিকে যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে প্রতিমাসে ৩৭ হাজার টাকা দেওয়া হবে। শুধু তাই নয়, আবেদনকারীর বয়স হতে হবে ২৮ এর মধ্যে। সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে এই পদের জন্য।
আবেদন জানাতে গেলেই আপনাকে প্রথমে আইআইটি খড়গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে টেম্পোরারি জবস পজিশনে গিয়ে মূল বিজ্ঞপ্তি দেখে অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে। আবেদন জানানোর শেষ তারিখ ১৬ নভেম্বর ২০২৫। বিশদে জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।






