আরও পড়ুনঃ তৃণমূল, বিজেপির পর এবার CPIM-এরও ডিজিটাল দাওয়াই! কিউআর কোডেই থাকবে সদস্যপদ, আন্দোলনের আপডেট
এই দোকানে সকাল থেকে রাত্রি পর্যন্ত ভিড় জমে থাকে মানুষজনের। ক্রেতারা আসে মূলত তন্দুরি চা পান করতে। চন্দ্রকোনা রোড চৌরাস্তা মোড় থেকে উত্তর দিকে ৭০০ মিটার তারপরেই রয়েছে মা তারা নামে এই চায়ের দোকান। রাস্তায় দাঁড়িয়ে দোকানির অঙ্গ ভঙ্গি দেখলে আপনিও প্রথমে থমকে যাবেন। তবে হাতের জাদুতে নিমেষে সেই চা পান করে তৃপ্তি পাবেন আপনিও।
advertisement
দোকানে যেমন সাধারণ চা থেকে মালাই ও তন্দুরি চা পাওয়া যায়, ঠিক তেমনই আছে কফির ভ্যারাইটি। নরম্যাল কোল্ড কফি, ক্যারামেল কোল্ড কফি, চকলেট কোল্ড কফি, নরম্যাল টি থেকে শুরু করে দই লস্যি,কেশর বাদাম লস্যি ও মিল্কশেক সহ নানানসব লোভনীয় আইটেম যা খেলে মনে তৃপ্তি আর বুকে বল আসবে।
কোনওটা আবার মাথা থেকে মন ঠান্ডা করে দেবে। চা খেতে আসা মানুষজন জানাচ্ছেন,এই দোকানের স্পেশাল হচ্ছে তন্দুরি চা। এখানকার লোক তো বটেই , বহু দূর দূরান্তের লোক ভিড় জমান এই দোকানে।এক কাপ চা কিংবা এক কাপ কফি তে চুমুক দিয়ে হৃদয় জুড়াতে।





