এদিন ফিতে কেটে এই লিফটটির উদ্বোধন করেন থ্যালাসেমিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকা বছর ছয়েক এর এক শিশুকন্যা। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ পঞ্চানন কুন্ডু এবং নুতন অধ্যক্ষ ডাঃ মৌসুমী নন্দী। এছাড়াও ছিলেন হাসপাতালের সুপার ডাঃ ইন্দ্রনীল সেন সহ অন্যান্য চিকিৎসক ও নার্সরা। থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুকে দিয়ে লিফট উদ্বোধন করানোয় খুশি সকলেই।
advertisement
আরও পড়ুনঃ এবার সুপার রান্দোনার্স হলেন মেদিনীপুরের অনুপ্রাস পাহাড়ি
প্রসঙ্গত, মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পুরানো ভবন অর্থাৎ বিধান ব্লকে এতদিন কোনও লিফট ছিলনা। নতুন ভবনে দুটি লিফট যদিও রয়েছে, তার মধ্যে একটি লিফট প্রায় সময়ই বিকল হয়ে পড়ে থাকে। অন্য আরেকটি লিফটে ব্যবহার হয় চিকিৎসকদের জন্য। ফলে বিধান ব্লকে ভর্তি রোগী ও তাঁদের পরিবার পরিজনদের নিত্যদিনই সমস্যায় পড়তে হয় ওয়ার্ডে ওঠা নামার ক্ষেত্রে। এই নতুন লিফটটি চালু হওয়ায় বিধান ব্লকে ভর্তি রোগীরা আরও ভাল পরিষেবা পাবেন বলেই মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
Partha Mukherjee