ঝাড়গ্রাম জুড়ে রমরমা কারবার জমি মাফিয়াদের। প্রশাসনের একটা অংশ ভূয়ো দলিল বানিয়ে জমি হস্তান্তরে ভূমিকা নিচ্ছে বলে অভিযোগ। ঝাড়গ্রামের এক বেআইনি স্পঞ্জ আয়রন কারখানার মালিক এই কাজের মাষ্টার মাইন্ড বলে অভিযোগ গ্রামবাসীদের। তারা ঝাড়গ্রামের জিতুশোল এলাকায় একাধিক আদিবাসীদের জমি, ফরেষ্টের জমি, জোর করে দখল করে ভুয়ো দলিল বানিয়ে সে জমি দেশের একাধিক ব্যাঙ্ক এ মরগেজ দিয়ে টাকা নিয়েছে। অথচ এক্ষেত্রে একাধিকবার জেলাশাসক, পুলিশ প্রশাসন, বনদফতরকে অভিয়োগ জানিয়েও কোনো সুরাহা হয়নি।
advertisement
আরও পড়ুনঃ কংক্রিটের সেতুর দাবিতে হুমগড়ে পথ অবরোধ ছাত্রছাত্রীদের
তবে এবার সিট গঠন করে তদন্ত শুরু করায় জমি কেলেঙ্কারির সমস্ত মাথাই সামনে আসবে বলে মনে করছেন ঝাড়গ্রামবাসী। কি করে ভুয়ো দলিল বের হচ্ছে আর কারা কারা এসব বেআইনি জমি কারবারের কাজে যুক্ত, সেটাই তদন্তের মাধ্যমে বের করার চেষ্টা চালাচ্ছে ঝাড়গ্রাম থানার পুলিশ আধিকারিকরা।
Partha Mukherjee