আগামী মঙ্গলবার অর্থাৎ ২০ ডিসেম্বর আদ্রা ডিভিশনে আধুনিকীকরণ বা ডেভেলপমেন্টের কাজ (Developmental Work) চলবে। তাই, ওইদিন একাধিক এক্সপ্রেস, প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হল দক্ষিণ পূর্ব রেলের (South Eastern Railway) তরফে। বৃহস্পতিবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এমনটাই জানা গেছে। যাত্রীদের যাতে অসুবিধায় না পড়তে হয়, সেজন্যই বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হয়েছে রেলের তরফে। ওই দিন মঙ্গলবার (২০ ডিসেম্বর) সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে, আদ্রা-খড়গপুর-আদ্রা মেমু প্যাসেঞ্জার স্পেশাল (০৮৬৮৬/০৮৬৮৫); সাঁতরাগাছি-পুরুলিয়া-হাওড়া রূপসী বাংলা এক্সপ্রেস (১২৮৮৩/১২৮৮৪); শালিমার-ভোজুডি-শালিমার আরণ্যক এক্সপ্রেস (১২৮৮৫/১২৮৮৬) এবং খড়গপুর-হাতিয়া-খড়্গপুর এক্সপ্রেস (১৮০৩৫/১৮০৩৬)।
advertisement
আরও পড়ুন : ঝুলিতে রাষ্ট্রপতি পুরস্কার! আজ তাঁর অবস্থা দেখে চোখে জল আসবে, কে এই ব্যক্তি?
অন্যদিকে, আদ্রা ডিভিশনের আরও দু'টি ট্রেনের যাত্রাপথ সঙ্কুচিত করা বা কমানো হয়েছে (Short Terminated)। ট্রেন দুটি চললেও, ঢুকবে না মেদিনীপুর-খড়গপুর অবধি। এই দু'টি ট্রেন হল, যথাক্রমে- গোমো-খড়্গপুর-গোমো এক্সপ্রেস (১৮০২৪/১৮০২৩) এবং আদ্রা-মেদিনীপুর-আদ্রা মেমু স্পেশাল (০৮৬৮০/০৮৬৭৯)। দু'টি ট্রেনই ওই দিন (২০ ডিসেম্বর) বাঁকুড়া পর্যন্ত চলবে এবং বাঁকুড়া থেকেই ছাড়বে। ফলে, ওই দিন অসুবিধায় পড়তে পাড়েন খড়গপুর বা মেদিনীপুর থেকে বাঁকুড়া গামী যাত্রীরা।
আরও পড়ুন : চিনুন 'গরীবের ডাক্তার'কে! বিনামূল্যে চিকিৎসা করে নজির গড়লেন স্বপন রায়
রেলের তরফে বেশকিছু ক্ষেত্রে আধুনিকীকরণের কাজের জন্য দক্ষিণ পূর্ব রেলের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর জন্য যাত্রী সাধারণের সামান্য হলেও সমস্যায় পড়তে হবে। প্রসঙ্গত, আদ্রা বিভাগে রেলের বেশকিছু ডেভেলপমেন্টের কাজ হবে আগামী ২০ ডিসেম্বর।
Partha Mukherjee