নিজের দুই যমজ মেয়ের জন্মদিনে আর পাঁচটা লোকের মত বৈভব প্রদর্শন করতে চাননি সুমন বিশ্বাস। বদলে বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র-ছাত্রীদের সঙ্গে কাটলেন দুই মেয়ের জন্মদিনের কেক। ঘাটালের মহকুমা শাসকের জমজ দুই মেয়ের নাম শ্রীণীকা ও তৃষিতা। তাদের পাঁচ বছরের জন্মদিন পালনের জন্য এমনই অভিনব পথ বেছে নিলেন তিনি।
আরও পড়ুন: কুড়মিদের আন্দোলনে পুরুলিয়াতেও ধাক্কা খেল জনজীবন, দেখুন ভিডিও
advertisement
দুই মেয়ে ও পরিবারের সদস্যদের নিয়ে মহকুমাশাসক দাসপুর নির্বাক মঠের বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যান। সঙ্গে ছিল বার্থডে কেক। সেখানকার ছেলেমেয়েদের সঙ্গে সেই কেক কেটে এবং মধ্যাহ্নভোজের মধ্য দিয়ে দুই মেয়ের জন্মদিন পালন করেন। মধ্যাহ্নভোজের সময় নিজের হাতে বিশেষভাবে সক্ষম ছাত্রছাত্রীদের খাবার পরিবেশন করেন মহকুমাশাসক সুমন বিশ্বাস। তাঁর এই মানবিক উদ্যোগের কথা জানতে পেরে সবাই যেমন অবাক হয়েছেন তেমনই তাঁর দুই যমজ মেয়েকে দু'হাত তুলে আশীর্বাদও করেছে মানুষ।
রঞ্জন চন্দ