Purulia News: কুড়মিদের আন্দোলনে পুরুলিয়াতেও ধাক্কা খেল জনজীবন, দেখুন ভিডিও

Last Updated:

আন্দোলনকারীরা রেলের আদ্রা ডিভিশনের কুস্তাউর স্টেশনে অবরোধ‌ করে। ‌ এদিকে এই ভোগান্তির কবে শেষ হবে তার কোন নিশ্চয়তা নেই।

+
title=

পুরুলিয়া: তপশিলি উপজাতির স্বীকৃতি, সারনা ধর্মকে পৃথক মর্যাদা ও কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করার দাবিতে আন্দোলনে নেমেছে কুড়মিরা। মঙ্গলবার থেকেই রাজ্যের পশ্চিমাঞ্চলে তারা পথ অবরোধ শুরু করে। বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ করেছেন আন্দোলনকারীরা। এর ফলে রাজ্যের খড়গপুর ও আদ্রা ডিভিসনে ট্রেন চলাচল প্রায় থমকে গিয়েছে। মাসখানেক আগেও একই পদ্ধতিতে আন্দোলনে নেমেছিল কুড়মি সমাজ। এবার ফের একই ছবি দেখা যাচ্ছে। এই আন্দোলনের প্রভাবে রাজ্যের বাকি অংশের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে জঙ্গলমহল।
কুড়মিদের এই আন্দোলনের প্রভাব পড়েছে পুরুলিয়াতেও। বাতিল হচ্ছে একের পর ট্রেন। ইতিমধ্যেই ৪৭ টি ট্রেন বাতিলের কথা ঘোষণা করেছে রেল দফতর। বহু ট্রেনের রুট বদলও করা হয়েছে। একদিকে জাতীয় ও রাজ্য সড়ক অবরোধ, অন্যদিকে রেলপথেও চলাচল বন্ধ। ফলে চরম ভোগান্তির মুখে পড়েছেন অসংখ্য মানুষ। অনেকেই বুধবার ভোট থেকে ঠায় ট্রেনে বসে আছেন। আদৌ ট্রেনের চাকা গড়াবে কিনা তার কোন নিশ্চয়তা নেই। ট্রেন থেকে নেমে বাসে করে গন্তব্যের দিকে যাবেন সেই উপায়ও নেই।
advertisement
advertisement
আন্দোলনকারীরা রেলের আদ্রা ডিভিশনের কুস্তাউর স্টেশনে অবরোধ‌ করে। ‌ এদিকে এই ভোগান্তির কবে শেষ হবে তার কোন নিশ্চয়তা নেই। কারণ এই আন্দোলনের নেতৃত্বের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, যতক্ষণ না তাঁদের দাবি মানা হচ্ছে ততক্ষণ রাস্তা ও রেল অবরোধ চলবে।
advertisement
ঝালদার স্টেশন মাস্টার অখিল চন্দ্র বিশ্বাস জানান, আদ্রা শাখার কুস্তাউর স্টেশন দিয়ে যে সকল ট্রেনের আসার কথা সেগুলি বন্ধ আছে। তবে বোকারো দিয়ে রাঁচিগামী ট্রেনগুলি চলছে।
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/পুরুলিয়া/
Purulia News: কুড়মিদের আন্দোলনে পুরুলিয়াতেও ধাক্কা খেল জনজীবন, দেখুন ভিডিও
Next Article
advertisement
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
  • ব্রোচের মতোই দামি !

  • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

  • দেখে নিন ভাইরাল ছবি

VIEW MORE
advertisement
advertisement