Hooghly News: পাখিদের ফিরিয়ে আনতে খোঁড়া হচ্ছে পুকুর

Last Updated:

কোন‌ও জলাশয় না থাকায় পশুপাখিদের জল খাওয়ার জন্য লোকালয়ে বা নদীতে যেতে হয়। তাতে তারা অনেক সময় আক্রান্ত‌ও হয়। তাই রেঞ্জার সাহেব এবার এই বনভূমির মধ্যেই একটি বড় পুকুর খননের ব্যবস্থা করেছেন।

+
title=

হুগলি: পাখিদের ফিরিয়ে আনতে আস্ত একটা পুকুর‌ই খুঁড়ে ফেলা হল আরামবাগে। এখানকার ফরেস্ট রেঞ্জের অন্তর্গত চাঁদুর জঙ্গলের মধ্যেই সেই পুকুর খননের কাজ চলছে। এই পুকুর খনন হয়ে গেলে এখানকার জল থেকে ভীষণভাবে উপকৃত হবে এই বনভূমিতে থাকা পশুপাখিরা। তবে মূল লক্ষ্য‌ই হল পাখিদের আকর্ষণ করে ফিরিয়ে আনা।
আরামবাগ শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে দ্বারকেশ্বর নদের পাড়ে হুগলি জেলার এই একমাত্র বনভূমিটি অবস্থিত। দীর্ঘদিন এই বনভূমি অসুরক্ষিত অবস্থায় থাকায় বিনা বাধায় সাধারণ মানুষ এখানে বনভোজন সহ নানান আয়োজনে মেতে ওঠে। এরফলে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বনভূমির নিজস্ব পরিবেশ। কান ফাটানো মাইক আর ডিজের শব্দে বনভূমি ছেড়ে পালিয়ে যাচ্ছে পশুপাখিরা। এই পরিস্থিতিতে বছর দুই আগে এখানে ফরেস্ট রেঞ্জার হিসেবে দায়িত্ব নিয়ে আসেন আশরাফুল ইসলাম। তিনি নতুন করে এই বনভূমিকে বাঁচানোর উদ্যোগ নেন।
advertisement
advertisement
ইতিমধ্যেই তিনি এই বনভূমির মধ্যে তারস্বরে মাইক ও বক্স বাজিয়ে বনভোজন নিষিদ্ধ করেছেন। এর ফলে গত কয়েক মাস ধরেই এই জঙ্গলে আবার বিভিন্ন পাখির ডাক শোনা যাচ্ছে। ঘুরে বেড়াচ্ছে ছোট ছোট জীবজন্তুরাও। কিন্তু এই বনভূমিতে কোন‌ও জলাশয় না থাকায় পশুপাখিদের জল খাওয়ার জন্য লোকালয়ে বা নদীতে যেতে হয়। তাতে তারা অনেক সময় আক্রান্ত‌ও হয়। তাই রেঞ্জার সাহেব এবার এই বনভূমির মধ্যেই একটি বড় পুকুর খননের ব্যবস্থা করেছেন। পরিবেশকে রক্ষার জন্য তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষ।
advertisement
শুভজিৎ ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/হুগলি/
Hooghly News: পাখিদের ফিরিয়ে আনতে খোঁড়া হচ্ছে পুকুর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement