TRENDING:

West Midnapore News: ভোট মিটলেও খুলল না স্কুল! বেলদার ঘটনায় চাঞ্চল্য

Last Updated:

ভোট মিটলেও খুলল না বিদ্যালয়। সমস্যায় পড়েছে ছাত্রছাত্রী থেকে অভিভাবকেরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেলদা: ভোট মিটলেও খুলল না বিদ্যালয়। সমস্যায় পড়েছে ছাত্রছাত্রী থেকে অভিভাবকেরা। ভোট এবং ভোট পরবর্তীতে বিদ্যালয় কেন্দ্রীয় বাহিনী থাকায় বিদ্যালয় বন্ধ। পড়ুয়াদের সিলেবাস শেষ করা নিয়ে চিন্তায় স্কুল।কেন্দ্রীয় বাহিনী থাকায় স্কুল খুলতে পারছে না বেলদা গঙ্গাধর একাডেমি। অগাস্টের মাঝামাঝি সময়ে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা। পড়ুয়াদের সিলেবাস শেষ করা নিয়ে চিন্তায় সকলে। বিদ্যালয়ের সূত্রে খবর গত ৬ জুলাই থেকে বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ। ভোট পরবর্তী সময়ে নারায়ণগড়ে এসেছে কেন্দ্রীয় বাহিনী।
advertisement

বেলদা গঙ্গাধর একাডেমীতে থাকছে জওয়ানরা। স্বাভাবিকভাবে বিদ্যালয়ে সাধারণের প্রবেশ নিয়ন্ত্রিত। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকায় বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ। কবে খুলবে স্কুল জবাব নেই কারও কাছে। সিলেবাস শেষ করা নিয়ে আতান্তরে পড়েছে অভিভাবক থেকে পড়ুয়ারা। বিদ্যালয়ের সূত্রে খবর, গত ৬ই জুলাই থেকে স্কুল বন্ধ।

আরও পড়ুন: মেশিনের সামনে ফুচকা নিয়ে গেলেই চমৎকার, পড়ছে পছন্দমত স্বাদের জল

advertisement

ঐদিন কেন্দ্রীয় বাহিনী আসার কথা থাকলেও আসেনি, কিন্তু প্রশাসনের নির্দেশ মতো বিদ্যালয়ের ছুটি দিতে হয়েছিল। তবে ৮ই জুলাই ভোট চলে গেলে ১১ জুলাই ভোট গণনার দিন কেন্দ্রীয় বাহিনীর একটি দল আসে।

View More

আরও পড়ুন: হাওড়ার চাকরি প্রার্থীদের জন্য বড় সু‌যোগ! এক ছাতার তলায় ১৫ কোম্পানি দিচ্ছে চাকরি

দ্রুত স্কুল খুলুক চাইছেন অভিভাবকেরা। টানা স্কুল বন্ধের কারণে পড়াশোনার অসুবিধে হচ্ছে পড়ুয়াদের। তবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বক্তব্য, তারা স্কুল বন্ধ করে এখানে থাকার পক্ষে নয়। প্রশাসন যখনই বলবে তখনই তারা চলে যাবেন। তবে এই সমস্যা আর কতদিন নাকি দ্রুত সমস্যার সমাধান করে খুলবে স্কুল। সকলের দাবি, প্রশাসন অন্যত্র রাখুক কেন্দ্রীয় বাহিনীকে। প্রশাসন জানিয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশ মতোই কেন্দ্রীয় বাহিনী থাকছে। কমিশনের তরফে নির্দেশ এলে কাজ হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News: ভোট মিটলেও খুলল না স্কুল! বেলদার ঘটনায় চাঞ্চল্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল