বেলদা গঙ্গাধর একাডেমীতে থাকছে জওয়ানরা। স্বাভাবিকভাবে বিদ্যালয়ে সাধারণের প্রবেশ নিয়ন্ত্রিত। কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকায় বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ। কবে খুলবে স্কুল জবাব নেই কারও কাছে। সিলেবাস শেষ করা নিয়ে আতান্তরে পড়েছে অভিভাবক থেকে পড়ুয়ারা। বিদ্যালয়ের সূত্রে খবর, গত ৬ই জুলাই থেকে স্কুল বন্ধ।
আরও পড়ুন: মেশিনের সামনে ফুচকা নিয়ে গেলেই চমৎকার, পড়ছে পছন্দমত স্বাদের জল
advertisement
ঐদিন কেন্দ্রীয় বাহিনী আসার কথা থাকলেও আসেনি, কিন্তু প্রশাসনের নির্দেশ মতো বিদ্যালয়ের ছুটি দিতে হয়েছিল। তবে ৮ই জুলাই ভোট চলে গেলে ১১ জুলাই ভোট গণনার দিন কেন্দ্রীয় বাহিনীর একটি দল আসে।
আরও পড়ুন: হাওড়ার চাকরি প্রার্থীদের জন্য বড় সুযোগ! এক ছাতার তলায় ১৫ কোম্পানি দিচ্ছে চাকরি
দ্রুত স্কুল খুলুক চাইছেন অভিভাবকেরা। টানা স্কুল বন্ধের কারণে পড়াশোনার অসুবিধে হচ্ছে পড়ুয়াদের। তবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বক্তব্য, তারা স্কুল বন্ধ করে এখানে থাকার পক্ষে নয়। প্রশাসন যখনই বলবে তখনই তারা চলে যাবেন। তবে এই সমস্যা আর কতদিন নাকি দ্রুত সমস্যার সমাধান করে খুলবে স্কুল। সকলের দাবি, প্রশাসন অন্যত্র রাখুক কেন্দ্রীয় বাহিনীকে। প্রশাসন জানিয়েছে, নির্বাচন কমিশনের নির্দেশ মতোই কেন্দ্রীয় বাহিনী থাকছে। কমিশনের তরফে নির্দেশ এলে কাজ হবে।
রঞ্জন চন্দ