Howrah News: হাওড়ার চাকরি প্রার্থীদের জন্য বড় সু‌যোগ! এক ছাতার তলায় ১৫ কোম্পানি দিচ্ছে চাকরি

Last Updated:

এক ছাদের তলায় ১৫টি কোম্পানিতে ইন্টারভিউ এর সুযোগ, কর্মসংস্থানের হাহাকারের মাঝে উৎকর্ষ বাংলার মাধ্যমে জেলায় যুবক যুবতীরা কর্মসংস্থানে আশার আলো দেখছে

+
title=

হাওড়া: এক ছাদের তলায় ১৫টি কোম্পানিতে ইন্টারভিউ এর সুযোগ। কর্মসংস্থানের হাহাকারের মাঝে উৎকর্ষ বাংলার মাধ্যমে জেলায় যুবক যুবতীরা আশার আলো দেখছে। জেলায় বৃহৎ জব ফেয়ার অনুষ্ঠিত হলো মঙ্গলবার। বিভিন্ন নামিদামি কোম্পানির উপস্থিতিতে। প্রায় পাঁচশত যুবক-যুবতী সরাসরি ইন্টারভিউতে অংশগ্রহণ করল। ২০০ অধিক কর্মসংস্থান বা চাকরির সুযোগ পাবে। মোট ১৫ টি নামী কোম্পানির উপস্থিতিতে কর্মমেলা।
কয়েক বছর আগে রাজ্য সরকারের উদ্যোগে শুরু হয় উৎকর্ষ বাংলা। এই প্রকল্পে কাজের উপযোগী করে তুলতে সরকারি উদ্যোগ। এর মাধ্যমে বিভিন্ন কারিগরি শিক্ষার সুযোগ। টেলারিং মার্কেটিং মেশিনারি মেকানিক্যাল হেলথ সহ প্রায় ২৮ টি বিষয়ে ট্রেনিং। জানা যায়, হাওড়া জেলায় উৎকর্ষ বাংলার আওতায় প্রায় ৮০ টি সেন্টার রয়েছে। এর মধ্যে প্রায় ৬০ টির উপর সংস্থা রয়েছে। যারা এই সমস্ত সেন্টার গুলি সরকারি অনুমোদন নিয়ে বিনাপয়সায় প্রশিক্ষণ দিচ্ছেন।
advertisement
advertisement
এমনই একটি সংস্থা হল ‘ স্টেপ টেকনিক্যাল কলেজ’। ২০১৯ সালে সরকারি উৎকর্ষ বাংলার সঙ্গে যুক্ত হয় এই প্রতিষ্ঠান। শুরুতে ৪-৫ টি বিষয়ে প্রশিক্ষণ হত। তবে বর্তমানে ১৩ টি আলাদা আলাদা বিষয় প্রশিক্ষণ দেওয়া হয়। অল্প সময়ে এই সমস্ত প্রশিক্ষণ শিখে বহু যুবক-যুবতী স্বনির্ভর হচ্ছে। যেমন সুযোগ থাকছে নিজের ব্যবসা শুরু করার। তেমনি চাকরির সুযোগ থাকছে। তার ফলে যুবক-যুবতীদের কাছে নির্ভরযোগ্য হয়ে উঠেছে এই স্বল্প মেয়াদ প্রশিক্ষন।
advertisement
স্টেপ টেকনিক্যাল কলেজের ডিরেক্টর জয়দীপ রায় জানান, সরকারি উৎকর্ষ বাংলা প্রজেক্ট এর অধীনে তাদের ৯ টি প্রশিক্ষণ সেন্টার চালু রয়েছে। চলতি বর্ষে মোট প্রায় ১৫০০ পুরুষ মহিলা প্রশিক্ষানার্থী। তিনি জানিয়েছেন, এর মধ্যে প্রায় ৬০% মহিলা। তিনি আরও জানান, প্রশিক্ষণের পাশাপাশি ছেলেমেয়েদের কর্মসংস্থানের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সেইদিক গুরুত্ব রেখেই জব ফেয়ারের আয়োজন।
advertisement
মঙ্গলবার প্রায় ১৫ টি নামিদামি কোম্পানির উপস্থিতি। যারা সরাসরি প্রায় ৫০০ যুবক-যুবতীর ইন্টারভিউ নেয়। এর মধ্যে ২০০ অধিক কর্মসংস্থানের সুযোগ হবে। দীর্ঘ সময় ধরেই ইন্টারভিউ প্রক্রিয়ার পাশাপাশি যুবক-যুবতীদের উৎসাহদানে দেখানো হয় সাকসেস্ স্টোরি। সেন্টারে প্রশিক্ষণ নিয়ে সুপ্রতিষ্ঠা পেয়েছে এমন কয়েক জন যুবক যুবতী জীবন কাহিনী।
advertisement
সফল ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জানানো হয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে।
এদিনের এই কর্মসচিতে হাজির ছিলেন এডিএম জিতেন যাদব মহাশয়। তিনি জানান, জেলার বিভিন্ন এলাকায় এই জব ফেয়ারের মাধ্যমে প্রচুর ক্যান্ডিডেট চাকরি পাবে। পাশাপাশি তিনি আগামী দিনে আরও উন্নত মানের প্রশিক্ষণ হবে বলে জানিয়েছেন।
রাকেশ মাইতি
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
Howrah News: হাওড়ার চাকরি প্রার্থীদের জন্য বড় সু‌যোগ! এক ছাতার তলায় ১৫ কোম্পানি দিচ্ছে চাকরি
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement