IRCTC: খাওয়া-হোটেল সব থাকবে! বৈষ্ণোদেবী-সহ উত্তর ভারত ভ্রমণের জন্য স্পেশ্যাল ট্যুরিস্ট ট্রেন চালু!
- Reported by:SAIKAT SHEE
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
IRCTC: খাওয়া থাকার সুবিধে তো থাকছেই। সেই সঙ্গে দারুণ দারুণ সব তীর্থ স্থান ভ্রমণ। জানুন কোথা থেকে পাওয়া যাবে এই ট্রেনের সুবিধে!
তমলুক: করোনার অর্থনৈতিক ধাক্কা সামলে এবার ঘুরে দাঁড়ানোর প্রয়াসে আবারও স্পেশাল টুরিস্ট ট্রেন চালানোর পরিকল্পনা ভারতীয় রেলের। রেল পর্যটনকে উন্নত করতে এবার শহরে শহরে প্রচার শুরু করল রেল। সেই লক্ষ্যে পুজোর আগেই নতুন উদ্যোগে বৈষ্ণদেবী থেকে শুরু করে আজমীর শরীফ সহ ভারতবর্ষের বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণের বিশেষ সুযোগ দিয়ে এগিয়ে এল রেল কর্তৃপক্ষ। তমলুকে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে আইআরসিটিসি-র ইস্ট জনের পক্ষ থেকে ভারত গৌরব স্পেশাল এই টুরিস্ট ট্রেন চালু করার কথা জানান হয়েছে।
মূলত, রেলওয়ে পর্যটনকে আরও কিভাবে সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যেই এমন উদ্যোগ বলে জানিয়েছেন রেলকর্তারা। এক্ষেত্রে স্পেশাল এই টুরিস্ট ট্রেন উত্তর ভারত সঙ্গে মাতা বৈষ্ণদেবী দর্শন। উত্তর ভারত সঙ্গে মাতা বৈষ্ণদেবী দর্শন ট্রেনটি ১১ অগাস্ট রাত থেকে ১১ দিনের জন্য ভ্রমণের তারিখ ধার্য করা হয়েছে। এই ট্রেনটি জেলা তীর্থস্থান ভ্রমণকারী মানুষজনদের জন্য অত্যন্ত ভাল উদ্যোগ। কারণ পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার মেচেদা স্টেশনে এই ট্রেনটির বোর্ডিং-এর সুবিধা রাখা হয়েছে। ফলে উপকৃত হবে জেলার ভ্রমণ প্রিয় মানুষজন।
advertisement
advertisement
বৈষ্ণদেবী সহ উত্তর ভারত ভ্রমণের ক্ষেত্রে স্পেশাল এই টুরিস্ট ট্রেনটি ১১ অগাস্ট সকাল দশটায় কলকাতা স্টেশন থেকে ছেড়ে পূর্ব মেদিনীপুর জেলার মেচেদা, খড়গপুর, ঝাড়গ্রাম, টাটানগর, পুরুলিয়া রাচি হয়ে হরিদ্বার, ঋষিকেশ, মাতা বৈষ্ণোদেবী মন্দির, স্বর্ণ মন্দির, ওয়াগা সীমান্ত, তাজমহল, মথুরা, বৃন্দাবন এবং অযোধ্যা সহ বিভিন্ন দর্শনীয় স্থান ভ্রমণ করবে। এভাবেই ভারতবর্ষের দীর্ঘ পথ পরিক্রমা, যাবতীয় খাবার ও হোটেল খরচ সহ ভ্রমণের ক্ষেত্রে দর্শনার্থীদের মাথাপিছু ট্রেনের বিভিন্ন ক্লাসের ক্ষেত্রে প্যাকেজ মূল্য ধার্য করা হয়েছে। বৈষ্ণোদেবীর মন্দিরের এই ট্যুরটি তীর্থক্ষেত্র দর্শনের জন্য সেক্ষেত্রে সম্পূর্ণ নিরামিষ আহারের বন্দোবস্ত করা হয়েছে।
advertisement
Saikat Shee
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Jul 18, 2023 5:48 PM IST
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
IRCTC: খাওয়া-হোটেল সব থাকবে! বৈষ্ণোদেবী-সহ উত্তর ভারত ভ্রমণের জন্য স্পেশ্যাল ট্যুরিস্ট ট্রেন চালু!






