শালবনীর কাশিজোড়া গ্রাম পঞ্চায়েতের চ্যাংশোল, ভুরসা, কচুশোল সহ প্রায় সহ এই ব্লকে বেশকিছু গ্রাম রয়েছে। যেখানে মানুষ সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত এমনটাই অভিযোগ ওইসব এলাকাবাসীর। কেউ কেউ সরকারি প্রকল্পে বাড়ি পেলেও প্রথম কিস্তির টাকা পাওয়ার পর পর আর কোনও টাকা না পাওয়ায় ৭/৮ বছর ধরে সেই বাড়ি সম্পন্ন করতে পারছেন না তারা। এই ব্লকের বেশ কিছু রাস্তা অর্ধেক হয়ে পড়ে রয়েছে বছরের পর বছর ধরে। নেই পর্যাপ্ত পানীয় জলের কল, গোটা গ্রামে শৌচালয় মাত্র ১০/১২ টি, তাও ব্যবহারের অযোগ্য।
advertisement
আরও পড়ুনঃ খড়্গপুরে বালি মাফিয়াদের হাতে আক্রান্ত MVI আধিকারিক
যদিও শালবনী পঞ্চায়েত সমিতির সভাপতি মিনু কোয়াড়ির দাবি, অনেক আদিবাসী এলাকায় পানীয় জলের সমস্যার সমাধান করা হয়েছে। তবে কয়েকটা জায়গায় সামান্য সমস্যা রয়েছে, সে গুলো খুব শীঘ্রই মিটে যাবে। রাস্তাঘাট অধিকাংশ এই ব্লকের সম্পূর্ন হয়েছে, সরকারি প্রকল্পে বাড়িও হয়েছে। আমরা সব অঞ্চলে গিয়ে বলছি, যার যা সমস্যা রয়েছে আমাকে বা BDO কে জানান, আমরা যত দ্রুত সম্ভব সেইসব সমস্যার সমাধান করব।
Partha Mukherjee