এখন ছোট ছোট ছেলে মেয়েরা কেনে না রথ। কালের বদলের সঙ্গে সঙ্গে বিক্রিও কমছে কাঠের রথ কিংবা কাঠের বা মাটির তৈরী জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তির। পশ্চিম মেদিনীপুরে কেশিয়ারির বাসিন্দা নারায়ণ বেরা বেশ কয়েক বছর ধরেই রথের সময় কাঠের জগন্নাথ, বলরাম, সুভদ্রা এমনকি ছোট ছোট রথ তৈরি করেন। রথের দিন কেশিয়াড়ি বাজারে গিয়ে বিক্রি করেন বানানো জিনিস গুলো। তবে এখন সেই বিক্রি কমেছে।
advertisement
সভ্যতার উন্নতির সাথে সাথে ছোট ছোট ছেলে মেয়েরা নির্ভর হয়ে পড়ছে মোবাইল দুনিয়ায়। স্বাভাবিকভাবে বিক্রি কমছে খেলনা সহ অন্যান্য জিনিসপত্রের। রথের দিন যখন ছোট ছোট ছেলেমেয়েরা নিজেরা হাতে বানানো রথ টানতে ব্যস্ত থাকতো, বর্তমানে হাতেগোনা কয়েকটা দেখা গেলেও এখন সেই রথ টানা প্রবণতা আর নেই। তাই বিক্রি কমেছে কাঠের ছোট ছোট জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি।
আরও পড়ুন – Viral Reel: দেখলে চমকে উঠতে হয়, পাড়ার রাস্তায় খোলা বন্দুক হাতে রিল, ঢিল ছোঁড়া দূরত্বের এই ঘটনা
তবু রথের দিন তিনি রথের মেলায় এই হাতে বানানো কাঠের রথ এবং কাঠের জগন্নাথ বলরাম সুভদ্রা বিক্রি করবেন। তবে কালের নিয়মে হারিয়ে যাবে না তো সংস্কৃতি?
Ranjan Chanda





