Viral Reel: দেখলে চমকে উঠতে হয়, পাড়ার রাস্তায় খোলা বন্দুক হাতে রিল, ঢিল ছোঁড়া দূরত্বের এই ঘটনা

Last Updated:

Viral Reel: আগ্নেয়াস্ত্র সরবরাহ করার আগে ভিডিও বানানোই কাল হল যুবকের 

রাস্তায় হাতে খোলা পিস্তল
রাস্তায় হাতে খোলা পিস্তল
হাওড়া : পিস্তল হাতে সোশ্যাল মিডিয়াতে রিল বানিয়ে পুলিশের জালে যুবক | হাওড়া থানার অন্তর্গত হাওড়া ময়দান চিন্তামনি দে রোডের ঘটনা | পুলিশ সূত্রে খবর এলাকার বাসিন্দা সোহেল সিংহ নামে  বছর ২২ এই যুবক অত্যাধুনিক পিস্তল হাতে ভিডিও বানিয়ে তা সোশ্যাল মিডিয়ায় রিল বানিয়ে ভাইরাল করে দেয়৷
এই ভিডিও ভাইরাল হতেই নজরে আসে পুলিশের| পরে তদন্তে নেমে হাওড়া থানার পুলিশ গ্রেফতার করে যুবক সোহেল সিংহকে | প্রশ্ন উঠছে এই অত্যাধুনিক পিস্তল সোহেলের কাছে এল কোথা থেকে | কোথা থেকে পিস্তল এসেছে তার খোঁজ শুরু করেছে হাওড়া থানার পুলিশ |
আরও দেখুন
advertisement
সোহেলকে গ্রেফতার করে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে হাওড়া থানার পুলিশ | প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল বানিয়েছে নীতিন মাহাতো বলে এক ব্যক্তি তাকে এই আগ্নেয়াস্ত্র দিয়েছে | পাশাপাশি এই ভিডিও রিল তৈরি করার সময় তার সঙ্গে আরও তিন যুবককে দেখা গেছে তবে এখনও পর্যন্ত পুলিশ এই তিন যুবককে খুঁজে পায়নি | যুবকের পাশাপাশি নীতিনের খোঁজেও তল্লাশি চালাচ্ছে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ ও হাওড়া থানার পুলিশ |
advertisement
পুলিশ সূত্রে খবর নীতিন মাহাতো এলাকায় অস্ত্র ব্যবসায়ী এবং সাট্টা কিং বলে পরিচিত | অল্প বয়সী যুবকদের হাতে পিস্তল দিয়ে তিনি এই ব্যবসা করতেন | যুবকদের হাত দিয়ে বিভিন্ন জায়গায় অস্ত্র সরবরাহ করতো এই নীতিন | একদিকে অত্যাধুনিক অস্ত্র অন্যদিকে অর্থ তার লোভেই এই নীতিনের জালে জড়িয়ে পড়েছিল সোহেল সিং সহ একাধিক যুবক |
advertisement
সরবরাহ করার আগেই ভিডিও বানিয়ে তা সোশ্যাল মিডিয়া পোস্ট করায় কাল হল সোহেলের | পরিবারের দাবি তাদের ছেলে এইসব ঘটনার সঙ্গে যুক্ত নয় কেউ বা কারা তাকে এই ঘটনায় ফাঁসিয়ে দিয়েছে | জানতে পেরেছে এলাকার বেশ কিছু কুড়ি থেকে ত্রিশ বছরের যুবকের হাতে দেখা যাচ্ছে আগ্নেয়াস্ত্র | ভাবে কোথা থেকে এই আগ্রস্ত আসছে বা নীতিন মাহাতোই কোথা থেকে নিয়ে আসছে তা তদন্ত শুরু করা হয়েছে | তিন মাহাতো নামে এর আগেও হাওড়া সিটি পুলিশের কাছে অভিযোগ রয়েছে গোয়েন্দা পুলিশ ইতিমধ্যেই নীতির খোঁজে দীর্ঘদিন ধরে তল্লাশি চালাচ্ছে |
advertisement
Debasish Chakraborty
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Viral Reel: দেখলে চমকে উঠতে হয়, পাড়ার রাস্তায় খোলা বন্দুক হাতে রিল, ঢিল ছোঁড়া দূরত্বের এই ঘটনা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement