আরও পড়ুন Murshidabad News: ভাইফোঁটার আগে অন্য স্বাদের মিষ্টি কিনতে ভিড় দোকানে
নরম তুলতুলে রসে ভরা এই রসগোল্লা চায়ে ভেজানো খেতেই মজা লাগছে এই চা প্রেমীদের। এর সঙ্গে সঙ্গেই নিশীথ নিয়ে এসেছেন কালাকাঁদ চা, তাও আবার কালাকাঁদ স্বাদের। দুটো চায়ের স্বাদ ভিন্ন ভিন্ন ধরনের হলেও দাম ৩০ টাকা মাত্র। তাই নতুন প্রকারের চায়ের সম্ভার এনে খুশি উঠতি মডেল, অভিনেতা এবং "চা-পে-চর্চার" মালিক যুবক নিশীথ।
advertisement
প্রসঙ্গক্রমে বলা যায়, মহামারী করোনার সময় নিশিথ কাজ হারিয়েছেন তার অভিনেতার কর্মজীবন থেকে। একসময় বাংলায় M.A পাস করার পর নিশীথ এসেছিলেন কলকাতায়। সেখানে বিভিন্ন ধরনের সিরিয়ালে অভিনয় করতে দেখা যায় এই উঠতি যুবককে। কাজ ভালই চলছিল কিন্তু মহামারী হানা দেওয়ার পরেই দীর্ঘ লক ডাউন।তাতেই কাজ চলে যায় নিশীথের। রাতারাতি চলে আসেন বাড়িতে। মা বাবার কথা ভেবে সংসার চালাতে এই যুবক খুলে ফেলেন বন্ধু-বান্ধবের সহযোগিতায় একটি চায়ের দোকান। নাম দেন "চা-পে-চর্চা"। উদ্দেশ্য এই দোকানে চা খাওয়া হবে এবং 'পে' করা হবে সঙ্গে চায়ের গুনাগুন নিয়ে চর্চাও হবে। রাতারাতি সেই চা-পে-চর্চার ভিন্ন ভিন্ন স্বাদের মাত্রা এনে ভাইরাল হয়ে ওঠেন নিশীথ। এর পরই জমে যায় দোকানে খদ্দেরের ভিড়।
আরও পড়ুন Nadia News: আম, কাঁঠাল, আমসত্ত্বের মিষ্টিতে ভরিয়ে দিন ভাইয়ের প্লেট! ভাইফোঁটার স্পেশ্যাল মিষ্টি
তবে এদিন নিশীথের সঙ্গে কথা বলতে গেলে তিনি জানান, প্রতিদিনই নতুনত্ব আনার ইচ্ছে তাই এই দোকান খোলা৷ শুধু মেদিনীপুর বাসি নয় গোটা রাজ্যবাসীকেই দেখাতে চাই যে মানুষ চাইলেই নিজের পায়ে দাঁড়াতে পারে। তাই চা দোকান খোলার পর থেকেই ভিন্ন ভিন্ন স্বাদের ভিন্ন ভিন্ন মাত্রার চা উপহার দিয়ে এসেছি। এবারে আমার ৩০ টাকা মূল্যের চা রসগোল্লা ও কালাকান্দ চা।
Partha Mukherjee