TRENDING:

West Midnapore News | Howrah-Puri: পুরীর ট্রেনে ভয়ঙ্কর কাণ্ড! আরেকটু হলেই ঘটে যেত মারাত্মক দুর্ঘটনা, আতঙ্কে কাঁটা যাত্রীরা

Last Updated:

দূরপাল্লার ট্রেনে কী করে ইঞ্জিন সমেত দুটি বগির পরের কাপলিং খুলে গেল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সকলে। রেল সূত্রে খবর, হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে কীভাবে দুর্ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু করেছে তারা। এর আগেও হাওড়া গামী একটি ট্রেনের কাপলিং খুলে আতঙ্ক ছড়িয়েছিল। ফের একই ঘটনা ঘিরে রেলের গাফিলতির প্রশ্ন তুলেছেন সকলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেলদা: এই গত শনিবারই চালু হয়েছে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস৷ আর যাত্রার দ্বিতীয় দিন রবিবারই ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়েছে এই বহু চর্চিত ট্রেন৷ ভয়ঙ্কর ঝড়ে গাছ উড়ে এসে ফেটে চৌচিড় হয়ে গিয়েছে পুরী-হাওড়া বন্দেভারত এক্সপ্রেসের উইনশিল্ড৷ ভেঙে গেছে প্যান্টোগ্রাফ৷ মহা বিপদে যাত্রীরা৷
এভাবে খুলে যায় দুটি বগি
এভাবে খুলে যায় দুটি বগি
advertisement

আর এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই দুর্ঘটনার কবলে পড়েছিল পুরীগামী আরও একটি ট্রেন৷ মাঝরাতে ট্রেনের কাপলিং খুলে বিপত্তি। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়্গপুর ডিভিশনের নেকুড়সেনি স্টেশন ঢোকার আগেই পুরীগামী চলন্ত ট্রেনের কাপলিং খুলে যায়। দুটি বগি নিয়ে অনেকটা এগিয়ে যায় ইঞ্জিন।

আরও পড়ুন: ২০০০ টাকার নোট বদলাতে হলে কি লাগবে পরিচয়পত্র? থাকছে কী কী নিয়ম? বিস্তারিত জানিয়ে দিল SBI

advertisement

রেল সূত্রে খবর, শনিবার রাত প্রায় দেড়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। সেইসময় ঘুমিয়ে ছিলেন যাত্রীরা। টের পেতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা ট্রেনে। প্রশ্ন উঠছে, এই দুর্ঘটনার দায় কার? ট্রেন চালানোর আগে কেন সব যান্ত্রিক বিষয় খুঁটিয়ে দেখা হয়নি?

View More

advertisement

তাঁদের আরও অভিযোগ, প্রায় ৫ ঘণ্টা পর রবিবার সকাল ৬টা ১৫ মিনিটে ফের পুরীর উদ্দেশে রওনা দেয় হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। এতে বেশ খানিকটা দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের।

আরও পড়ুন: বাড়ির পরিচারিকার সঙ্গে এ কী কীর্তি ঘটালেন মাস্টারমশাই! পুরো ঘটনা জানলে শিউরে উঠবে গা

দূরপাল্লার ট্রেনে কী করে ইঞ্জিন সমেত দুটি বগির পরের কাপলিং খুলে গেল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সকলে। রেল সূত্রে খবর, হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে কীভাবে দুর্ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু করেছে তারা। এর আগেও হাওড়া গামী একটি ট্রেনের কাপলিং খুলে আতঙ্ক ছড়িয়েছিল। ফের একই ঘটনা ঘিরে রেলের গাফিলতির প্রশ্ন তুলেছেন সকলে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

Ranjan Chanda

বাংলা খবর/ খবর/পশ্চিম মেদিনীপুর/
West Midnapore News | Howrah-Puri: পুরীর ট্রেনে ভয়ঙ্কর কাণ্ড! আরেকটু হলেই ঘটে যেত মারাত্মক দুর্ঘটনা, আতঙ্কে কাঁটা যাত্রীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল