আর এই ঘটনার কয়েক ঘণ্টা আগেই দুর্ঘটনার কবলে পড়েছিল পুরীগামী আরও একটি ট্রেন৷ মাঝরাতে ট্রেনের কাপলিং খুলে বিপত্তি। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। দক্ষিণ পূর্ব রেলওয়ের খড়্গপুর ডিভিশনের নেকুড়সেনি স্টেশন ঢোকার আগেই পুরীগামী চলন্ত ট্রেনের কাপলিং খুলে যায়। দুটি বগি নিয়ে অনেকটা এগিয়ে যায় ইঞ্জিন।
advertisement
রেল সূত্রে খবর, শনিবার রাত প্রায় দেড়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। সেইসময় ঘুমিয়ে ছিলেন যাত্রীরা। টের পেতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা ট্রেনে। প্রশ্ন উঠছে, এই দুর্ঘটনার দায় কার? ট্রেন চালানোর আগে কেন সব যান্ত্রিক বিষয় খুঁটিয়ে দেখা হয়নি?
তাঁদের আরও অভিযোগ, প্রায় ৫ ঘণ্টা পর রবিবার সকাল ৬টা ১৫ মিনিটে ফের পুরীর উদ্দেশে রওনা দেয় হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। এতে বেশ খানিকটা দুর্ভোগে পড়তে হয় যাত্রীদের।
আরও পড়ুন: বাড়ির পরিচারিকার সঙ্গে এ কী কীর্তি ঘটালেন মাস্টারমশাই! পুরো ঘটনা জানলে শিউরে উঠবে গা
দূরপাল্লার ট্রেনে কী করে ইঞ্জিন সমেত দুটি বগির পরের কাপলিং খুলে গেল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন সকলে। রেল সূত্রে খবর, হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে কীভাবে দুর্ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু করেছে তারা। এর আগেও হাওড়া গামী একটি ট্রেনের কাপলিং খুলে আতঙ্ক ছড়িয়েছিল। ফের একই ঘটনা ঘিরে রেলের গাফিলতির প্রশ্ন তুলেছেন সকলে।
Ranjan Chanda