বৃহস্পতিবার রাজ্যের স্বরাষ্ট্র দফতরের তরফে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি। বদলি হয়েছেন একাধিক আইপিএস অফিসার। পরিবর্তন হয়েছে পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার পদে দীনেশ কুমারের পরিবর্তে জেলার পুলিশ সুপার হচ্ছেন ধৃতিমান সরকার। এতদিন তিনি ডায়মন্ড হারবারের পুলিশ সুপার পদে ছিলেন তিনি। দীনেশ কুমার বদলি হয়ে কলকাতা পুলিশে সেন্ট্রালের ডেপুটি কমিশনার পদে নিযুক্ত হচ্ছেন।
advertisement
আরও পড়ুন: কর্মীদের মারধর, টোল অফিসে আগুন! খণ্ডঘোষে ধুন্ধুমার কাণ্ড
প্রসঙ্গত ২০১৯ সালের মে মাসের শেষের দিকে পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিয়েছিলেন দীনেশ কুমার।কাটিয়েছেন প্রায় চার বছর। করোনা, আমফান, ইয়াশের মত একাধিক পরিস্থিতি দায়িত্ব সহকারে দক্ষতার সঙ্গে মোকাবিলা দীনেশ কুমার।তবে ভোটের আগে একাধিক দক্ষ পুলিশ অফিসারের স্থান বদল করা হল।
পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপারের হয়ে আসছেন ধৃতিমান সরকার।তিনি এর আগে ঝাড়গ্রাম, বাঁকুড়া, ডায়মন্ড হারবারের দক্ষতার সঙ্গে দায়িত্ব সামলেছেন। প্রসঙ্গত সামনে পঞ্চায়েত নির্বাচন। তার পর বছর ঘুরলে লোকসভা নির্বাচন।তার আগে রুটিন বদলি বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন: বিক্ষোভের মুখে দিদির দূত পুরপ্রধান! সরগরম হুগলির বৈদ্যবাটি
অন্যদিকে বাঁকুড়া রেঞ্জের ডিআইজি পদে আসছেন মুকেশ, আইপিএস৷ বাঁকুড়া রেঞ্জের বর্তমান ডিআইজি মিরাজ খালিদ পুরুলিয়া রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন।
রঞ্জন চন্দ