Crime: কর্মীদের মারধর, টোল অফিসে আগুন! খণ্ডঘোষে ধুন্ধুমার কাণ্ড
- Written by:Saradindu Ghosh
- Published by:Suvam Mukherjee
Last Updated:
Crime: তদন্তে নেমে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু জনকে গ্রেফতার করেছে পুলিশ।
খণ্ডঘোষ: কর্মীদের মারধর করে পঞ্চায়েতের টোল অফিস পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটল পূর্ব বর্ধমানের খন্ডঘোষের শশঙ্গা পঞ্চায়েতে। অভিযোগের তির বালি কারবারিদের বিরুদ্ধে। তদন্তে নেমে এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দু জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের এদিন বর্ধমান আদালতে তোলা হয়।
দুদিন আগেই প্রায় সাড়ে চার কোটি টাকা টেন্ডারে ফিরোজ হোসেন নামে এক ব্যক্তিকে ওই টোল চালু করার অনুমতি দেওয়া হয়েছিল। বুধবার দুপুরের পর সেই টোল অফিসে হামলা চালায় দুষ্কৃতীরা। তাদের হামলায় টোল আদায়ের কাজে যুক্ত ছয় কর্মী জখম হয়। এরপর টোল অফিসে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।
advertisement
কর্মীদের মারধর করে পাশাপাশি দু'টি টোলের অফিসে আগুন লাগানোর অভিযোগ উঠেছে ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে খণ্ডঘোষের শশঙ্গায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জখমদের মধ্যে এক জনকে বর্ধমান মেডিক্যাল কলেজ পাঠানো হয়েছে। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, গত ৩ মার্চ ই-নিলামের মাধ্যমে টোলটির বরাত পান ফিরোজ হোসেন। তিনটি জায়গা থেকে টোল আদায় করবেন, এই শর্তে ই-নিলামে চার কোটি ৪৫ লক্ষ টাকা দর দিয়েছিলেন। সর্বোচ্চ দর দেওয়ায় তিনিই টোলের দায়িত্ব পান।
advertisement
advertisement
শশঙ্গা পঞ্চায়েতের প্রধান প্রকাশ ঘোষ বলেন, টোল আদায়ের অফিসে কেন হামলা চালানো হল, তা পুলিশ খতিয়ে দেখছে। পঞ্চায়েত সূত্রে জানা যায়, এলাকায় দামোদরের উপরে অনেকগুলি বালি খাদান রয়েছে। মূলত বালির গাড়ি থেকে টোল আদায় করার জন্য ই-নিলাম করা হয়েছিল।
ফিরোজ হোসেনের অভিযোগ, পঞ্চায়েতকে পুরো টাকা বুঝিয়ে দেওয়ার পরে টোলের দায়িত্ব নিয়েছি। টোল আদায়ের জন্য ২০-২৫ জনকে নিয়োগ করা হয়েছে। কর্মীদের থাকা- খাওয়ার জন্যে পাশেই অস্থায়ী ঘর করা হয়। এ দিন দুপুর আড়াইটে নাগাদ দু'টি টোল কাউন্টারের অফিসে এক দল দুষ্কৃতী চড়াও হয়। কর্মীদের মারধর, মোটরবাইক ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়েছে।
advertisement
তাঁর আরও অভিযোগ, লুটপাটও চালিয়েছে দুষ্কৃতীরা। জেলা পুলিশের এক কর্তা বলেন, প্রাথমিক ভাবে আমাদের ধারণা, দোল উৎসব উপলক্ষে মদ খাওয়া নিয়ে তর্কাতর্কি এবং তা থেকেই আগুন লাগানোর ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত সন্দেহে দু'জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Mar 09, 2023 9:35 PM IST







