বিক্ষোভের মুখে দিদির দূত পুরপ্রধান! সরগরম হুগলির বৈদ্যবাটি
- Published by:Suman Majumder
- local18
Last Updated:
Didir doot baidyati: ঘটনাটি ঘটেছে বৈদ্যবাটির ১৭ নম্বর ওয়ার্ডে মাটিপাড়া এলাকায়।
হুগলি: বৈদ্যবাটি পৌরসভায় দিদির দূত কর্মসূচিতে বিক্ষোভের মুখে বৈদ্যবাটি পৌরসভার পুরপ্রধান। ঘটনাটি ঘটেছে বৈদ্যবাটির ১৭ নম্বর ওয়ার্ডে মাটিপাড়া এলাকায়।
পুরপ্রধান একটি মন্দিরে পুজো দিয়ে এই দিনের কর্মসূচি শুরু করতে গেলেই স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়েন পুরপ্রধান পিন্টু মাহাতো।
বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি তৈরি স্বজনপোষণ ও অবৈধ পুকুর ভরাটকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখান পুরপ্রধানকে ঘিরে।
advertisement
আরও পড়ুন- বাড়ির তালা ভেঙে লুঠ টাকা, গয়না...দিনেদুপুরে দুঃসাহসিক চুরি চন্দ্রকোণায়
সাধারণ মানুষের অভিযোগ, বৈদ্যবাটি ১৭ নম্বর ওয়াডে বেআইনিভাবে পুকুর ভরাট করে অবৈধভাবে পুকুরের উপর নির্মাণ কার্য চলছে। স্থানীয় এক বাসিন্দা বাসিন্দা সৃজিত দে জানান, "কয়েক বছর আগে এই ৭০ শতক পুকুরের কিছু অংশ ভরাট করে অবৈধ নির্মাণ হচ্ছিল। এলাকাবাসী বিভিন্ন প্রশাসনিক স্তরে আবেদন করলে তা বন্ধ করে দেওয়া হয় প্রশাসনের তরফ থেকে। পুনরায় ওই পুকুরের বেশ কিছু অংশ ভরাট করে অবৈধভাবে নির্মাণ শুরু হয় । এই বিষয়ে পুরসভা কোনও ব্যবস্থা নেয়নি।"
advertisement
ওই ওয়ার্ডে কাউন্সিলর দেবরাজ দত্ত জানান, "এটা দীর্ঘদিনের সমস্যা। আগে পৌরসভার তরফ থেকে কাজ বন্ধ করা
আরও পড়ুন- দেখতে অবিকল অনুব্রতর মতো! কেষ্টর কথা উঠতেই এ কী বললেন ভাইরাল মাছ ব্যবসায়ী
এই কর্মসূচি নিয়ে পুরপ্রধান জানান, " বৈদ্যবাটি পুরসভার আবাস যোজনার ক্ষেত্রে কোন কনট্রাক্টর নিযুক্ত করেনি। উপভোক্তরা নিজেরা তাদের নিযুক্ত করেছে এর দায় তাদের নিজেদের। অন্যদিকে, পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ সম্পর্কে বলেন, এই বিষয়ে সাধারণ মানুষের অভিযোগ পেয়েছি, এক্ষেত্রে যদি কোনও বেনিয়ম দেখি সেখানে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। পুরসভার সেখানে কোনওরকম নির্মাণ করার অনুমোদন দেয়নি।
advertisement
রাহী হালদার
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
March 09, 2023 8:24 PM IST