Anubrata Mondal: দেখতে অবিকল অনুব্রতর মতো! কেষ্টর কথা উঠতেই এ কী বললেন ভাইরাল মাছ ব্যবসায়ী

Last Updated:

Anubrata Mondal: একটি পোস্ট ভাইরাল হতে দেখা গেছে যেখানে অনুব্রতের মতো দেখতে এক ব্যক্তিকে দেখা যাচ্ছে মাছ বিক্রি করতে।

+
কেষ্টর

কেষ্টর কথা উঠতেই এ কী বললেন ভাইরাল মাছ ব্যবসায়ী

হুগলি: বীরভূম থেকে তিহার জেল, রাজ্য রাজনীতিতে এখন হট টপিক অনুব্রত মণ্ডল। সোশ্যাল মিডিয়ায় অনুব্রত মণ্ডলকে নিয়ে নানা রকম পোস্ট ঘুরে বেড়াচ্ছে নেটিজেনদের হাতে হাতে। সম্প্রতি সেই রকমই একটি পোস্ট ভাইরাল হতে দেখা গেছে যেখানে অনুব্রতের মতো দেখতে এক ব্যক্তিকে দেখা যাচ্ছে মাছ বিক্রি করতে।
যে ব্যক্তির ছবি ভাইরাল হয়েছে, অনুব্রতর মতন অবিকল তাঁকে দেখতে হওয়ার দরুন বিড়ম্বনায় পড়েছেন তিনি নিজেও। হুগলির শেওড়াফুলি বাজারের এক মৎস্য ব্যবসায়ী সুকুমার হালদার। কেষ্টর চেহারার সঙ্গে দারুন মিল রয়েছে তাঁর। একই রকমের গোঁফ, মুখের ধাঁচ একই ধরনের। তবে কাজে তিনি সম্পূর্ণ আলাদা। দীর্ঘ ৩০ বছর ধরে তিনি মাছ বিক্রি করে আসছেন শেওড়াফুলির বাজারে। থাকেন শেওড়াফুলি নিমাইতীর্থ ঘাট এলাকায় একটি ভাড়াবাড়িতে।
advertisement
অনুব্রতের সঙ্গে তাঁর মিলের কথা তুলতেই বিরক্ত হলেন সুকুমারবাবু। তিনি বললেন, ‘‘অনেক ক্রেতা আমাকে বলেন, সুকুমারদা, তোমাকে অনুব্রতের মতো দেখতে। এর পর এক দিন কেউ আমার ছবি পাশ থেকে তুলে নিয়ে গিয়ে ভাইরাল করে দিয়েছে। কারা করেছে, তা আমি জানি না। জানা গিয়েছে, ডান পা ভেঙে গিয়েছিল সুকুমারের। এখনও তিনি সম্পূর্ণ সুস্থ নন। পাশাপাশি, আরও নানা অসুস্থতা রয়েছে তাঁর। এই অবস্থাতেও লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। রোজ সকালে পা ছড়িয়ে বসে চালিয়ে যাচ্ছেন ব্যবসা। তাঁর ছবি ভাইরাল হয়ে ওঠার পিছনে যাঁরা, তাঁদের শাস্তি চান সুকুমার।
advertisement
advertisement
কিছুটা উদাস গলায় বললেন, ‘‘পুলিশ প্রশাসন যদি তাঁদের শাস্তি না দিতে পারে, তা হলে স্বয়ং ঈশ্বর তাঁদের শাস্তি দেবেন। সে শাস্তি তোলা আছে।’’ অনুব্রতের সঙ্গে তুলনার প্রসঙ্গ টানতেই সুকুমারের জবাব, ‘‘ওঁর কাছে আমি তুচ্ছ। আমি পিঁপড়ের মতো।’’
advertisement
সুকুমার হালদারের স্ত্রী শুক্লা হালদারও তিতি বিরক্ত এই ভাইরাল ছবিতে ঘিরে। পথে-ঘাটে যাতায়াত করতেই অনেকে জিজ্ঞেস করছে তাঁদের, তাঁর বর নাকি অনুব্রত মণ্ডল হয়ে গেছেন। বাস্তবে তাঁদের পরিবারিক অবস্থা খুবই শোচনীয়। শুক্লা হালদার বলেন, "খোঁড়া মানুষটা যা হোক করে মাছ বেছে দুই পয়সা রোজগার করছে।" তিনি জানান, তাঁর স্বামীকে নিয়ে যাঁরা এইরকম জঘন্য কাজ করছেন, তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করি।"
advertisement
রাহী হালদার
বাংলা খবর/ খবর/হুগলি/
Anubrata Mondal: দেখতে অবিকল অনুব্রতর মতো! কেষ্টর কথা উঠতেই এ কী বললেন ভাইরাল মাছ ব্যবসায়ী
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement