শনিবার পরিমল মাহাতো ও সাধন মাহাতোকে লালগড় থানার পুলিশ ঝাড়গ্রাম আদালতে তোলেন। আদালত তাদের চারদিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। লালগড় থানার পুলিশ ওই দুই জনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। এছাড়াও তাদের সঙ্গে আর কারা জড়িত রয়েছে তা জানার চেষ্টা করলে, ওই ঘটনায় আরেক জনের হদিশ মেলে।
আরও পড়ুনঃ প্রথম দিনই বুস্টার ডোজ নিলেন প্রায় ২৩ হাজার মানুষ
advertisement
এরপর পুলিস তল্লাশী চালিয়ে তৃতীয় জনকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে পেশ করলে, বিচারক ধৃত লক্ষ্মীকান্ত মাহাতোকে ৩ দিন পুলিশ হেপাজতের নির্দেশ দেন। এই ঘটনাকে কেন্দ্র করে লালগড় থানার পিডরাকুলি এলাকায় আবারও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
আরও পড়ুনঃ ICSE-তে সারা রাজ্যে তৃতীয় ও চতুর্থ স্থানে মেদিনীপুরের অদ্রিজা ও ঈশিতা
এর আগেও বিনপুর থানার পুলিশ মাওবাদী নাম করে চিঠি ও ভূয়ো পোষ্টার কান্ডে ৯ জনকে গ্রেপ্তার করেছে, মাষ্টার মাইন্ড এর খোজ করছে। তারই মধ্যে আবার নতুন করে মাওবাদি নামে ফোনে হুমকি দিয়ে নতুন করে টাকা চাওয়ায় পুলিশের কাছে নতুন করে মাথা ব্যথার কারণ হয়ে দাড়িয়েছে।
Partha Mukherjee